শনিবার

ঢাকা, ১৫ মার্চ ২০২৫

সর্বশেষ


গ্যাজেট

সংস্করণে আসছে স্যামসাংয়ের বাজেট ফ্রেন্ডলি ওয়্যারলেস ইয়ারবাডস

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, দুপুর ৪:০৩

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

যেহেতু সদ্য মুক্তিপ্রাপ্ত গ্যালাক্সি বাডস থ্রি সিরিজের দাম অনেক বেশি, তাই স্যামসাং ব্যবহারকারীদের জন্য এটি একটি ভালো খবর বলে মনে করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

নতুন একটি বাজেট-ফ্রেন্ডলি ওয়্যারলেস ইয়ারবাডস তৈরি করছে টেক জায়ান্ট স্যামসাং। গ্যালাক্সি বাডস এফই টু নামের ডিভাইসটি হবে ২০২৩ সালে উন্মোচিত গ্যালাক্সি বাডস এফইর পরবর্তী সংস্করণ।

যেহেতু সদ্য মুক্তিপ্রাপ্ত গ্যালাক্সি বাডস থ্রি সিরিজের দাম অনেক বেশি, তাই স্যামসাং ব্যবহারকারীদের জন্য এটি একটি ভালো খবর বলে মনে করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

গ্যালাক্সি ক্লাব নামে এক টিপস্টার জানিয়েছে, তারা ইয়ারবাডটির মডেল নম্বর ও ফার্মওয়্যার (ডিভাইসের হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করা সফটওয়্যার) সম্পর্কিত তথ্য পেয়েছে। গ্যালাক্সি বাডসের মডেল নম্বর এসএমআর-৪১০।

এ থেকে বোঝা যায়, বিকাশের শেষ পর্যায়ে রয়েছে গ্যালাক্সি বাডস এফই টু। প্রযুক্তিসংশ্লিষ্টদের ধারণা, নতুন ডিভাইসটি মূলত গ্যালাক্সি বাডস এফইর আদলেই ডিজাইন করা হচ্ছে। কারণ এফইর মডেল নম্বর ছিল এসএম-আর ৪০০। নতুন ইয়ারবাডের ডিজাইন বা ফিচার সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

বাডস এফইর মূল্য ৯৯ ডলার (বাংলাদেশী টাকায় ১২ হাজার টাকার বেশি)। এফই-টু এর দামও একই রকম হবে বলে আশা করা হচ্ছে।

বাডস থ্রি ও বাডস থ্রি প্রো বর্তমানে অ্যামাজনে যথাক্রমে ১৪৯ ডলার ও ২০৯ ডলারে পাওয়া যাচ্ছে। সূত্র: গিজমোচায়না।
 

সংবাদটি পঠিত হয়েছে: ৩৮ বার

এ সম্পর্কিত আরও খবর