শনিবার

ঢাকা, ১৫ মার্চ ২০২৫

সর্বশেষ


খবর

সংগঠনের সংস্কার প্রক্রিয়া শেষে জুনে হতে পারে বেসিস নির্বাচন

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৬:১৬

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

বর্তমানে বেসিসের সংস্কার কার্যক্রমকে সহায়তা করতে ৩টি কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলোর মধ্যে রয়েছে গঠনতন্ত্র সংশোধন কমিটি, আর্থিক নিরীক্ষা কমিটি ও মেম্বারশিপ অডিট কমিটি। কমিটিগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট জমা দেবে বলে তিনি আশা করছেন।

দেশের সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাচন আগামী জুন মাসের শেষ দিকে হতে পারে বলে জানিয়েছেন বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবীর। এর আগে সংগঠনের সংস্কার প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাফেল কবীর জানান, বর্তমানে বেসিসের সংস্কার কার্যক্রমকে সহায়তা করতে ৩টি কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলোর মধ্যে রয়েছে গঠনতন্ত্র সংশোধন কমিটি, আর্থিক নিরীক্ষা কমিটি ও মেম্বারশিপ অডিট কমিটি। কমিটিগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট জমা দেবে বলে তিনি আশা করছেন।

এক প্রশ্নের জবাবে রাফেল কবির বলেন, বেসিসের সদস্য সংখ্যা ২ হাজার ৭০০ এর মতো। এরমধ্যে ৬০ শতাংশ সদস্য নিষ্ক্রিয়। তাদের সক্রিয় করার চেষ্টা চলছে। কিছু কিছু সাড়া আমরা পেতে শুরু করেছি।

তিনি উল্লেখ করেন, এতো সদস্য তারপরও ভোটার সংখ্যা ১ হাজারের মতো। আগামী নির্বাচনে ভোটার সংখ্যা বাড়বে বলে তিনি মনে করেন। নির্বাচনেও পরিবর্তন আসবে বলে তিনি জানান।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ৮ ডিসেম্বর আমরা দায়িত্ব নিয়েছি, ১২০ মেয়াদে। সেই হিসেবে আগামী ৪ এপ্রিল আমাদের দায়িত্ব শেষ হওয়ার কথা। অন্য একটি সংগঠনকে যেহেতু নির্বাচন অনুষ্ঠানের জন্য সময় বাড়ানো হয়েছে। আশা করছি আমাদের সময়ও বাড়ানো হবে।

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর বেসিসের পরিচালনা পর্ষদের সভাপতি রাসেল টি আহমেদ এবং ১৯ অক্টোবর সহ-সভাপতি (অর্থ) ইকবাল আহমেদ ফখরুল হাসান পদত্যাগ করেন। এরপর গত ৩০ অক্টোবর বেসিসের সভাপতি নির্বাহী কমিটির সভায় জ্যেষ্ঠ সহসভাপতি এম রাশিদুল হাসানকে সভাপতির দায়িত্ব দেন। তবে বেসিসের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল উল্লেখ করে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগ থেকে ৪ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ মেহেদী হাসানকে বেসিসের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বেসিস প্রশাসককে সহযোগিতা করতে সংগঠনটির ১১ জন সদস্যকে নিয়ে গত ৮ ডিসেম্বর সহায়ক কমিটি গঠন করা হয়। সহায়ক কমিটিতে রাফেল কবিরকে চেয়ারম্যান, সৈয়দ মামনুন কাদের ও মো. মিজানুর রহমানকে কো-চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।

সংবাদটি পঠিত হয়েছে: ৪৯ বার

এ সম্পর্কিত আরও খবর