বৃহস্পতিবার

ঢাকা, ২৭ মার্চ ২০২৫

সর্বশেষ


টেলিকম

স্মার্টফোনে স্টারলিংক স্যাটেলাইটের ইন্টারনেট ব্যবহার করা যাবে

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, দুপুর ১০:৪৮

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

শতকোটিপতি এই মার্কিন ধনকুবেরের অপর প্রতিষ্ঠান স্পেসএক্স দাবি করেছে, স্যাটেলাইটের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার ও কল করার জন্য নতুন কোনো যন্ত্রের প্রয়োজন হবে না। ইতিমধ্যেই মহাকাশের নিম্নকক্ষে স্টারলিংকের নেটওয়ার্কে ৬৪২৬টি স্যাটেলাইট রয়েছে। এর মধ্যে ৬৩৭১টি সচল রয়েছে।

বাংলাদেশের বাজারে কার্যক্রম শুরুর উদ্যোগ এগিয়ে নেওয়ার পাশাপাশি কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার ও কল করার সুবিধা চালু করতে যাচ্ছে স্টারলিংক। নতুন এ সুবিধা চালু করতে বিভিন্ন দেশের মোবাইল অপারেটরগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

শতকোটিপতি এই মার্কিন ধনকুবেরের অপর প্রতিষ্ঠান স্পেসএক্স দাবি করেছে, স্যাটেলাইটের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার ও কল করার জন্য নতুন কোনো যন্ত্রের প্রয়োজন হবে না। ইতিমধ্যেই মহাকাশের নিম্নকক্ষে স্টারলিংকের নেটওয়ার্কে ৬৪২৬টি স্যাটেলাইট রয়েছে। এর মধ্যে ৬৩৭১টি সচল রয়েছে।

স্টারলিংকের সূত্রে প্রকাশ, প্রত্যন্ত নেটওয়ার্ক বিহীন এলাকা থেকেও মোবাইলফোনে স্বচ্ছন্দে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি কল করার সুযোগ করে দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য বেশ কয়েকটি শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর সহযোগিতা করবে। নতুন এই উদ্যোগের আওতায় স্যাটেলাইট প্রযুক্তি ও বিদ্যামান মোবাইল নেটওয়ার্ক একীভূত করা হবে।

এ বিষয়ে টুইটাউনের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে ৫০-৬০ এমবিপিএস গতি পওয়া গেলেও স্টারলিংকের ব্রডব্যান্ড সেবায় ২৫০ থেকে ৩৫০ এমবিপিএস গতি পাওয়া যায়।

সংবাদটি পঠিত হয়েছে: ১০৬ বার

এ সম্পর্কিত আরও খবর