বুধবার

ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫

সর্বশেষ


গ্যাজেট

শক্তিশালী ব্যাটারি দিয়েও কীভাবে এতটা আল্ট্রা স্লিম ভিভো ভি৫০ লাইট?

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, দুপুর ১২:৫৮

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

ভিভো ভি৫০ লাইট এর টাইটানিয়াম গোল্ড সংস্করণটি ধারণ করে সূর্যাস্তের সোনালি আভা, যা ফোনে আভিজাত্য ফুটিয়ে তোলে ও প্রিমিয়াম ফিনিশ প্রদান করে। এভাবেই ইউনিক রঙ, হাই গ্লস মেটাল ফ্রেম এবং ৭.৭৯ মিমি স্লিম ডিজাইনের কারণে স্টাইলের দিক থেকে এটি রাখছে না কোনো অপূর্ণতা।

হাতঘড়ি, বালা কিংবা ফাউন্টেন কলমের মতো পাতালা একটি স্মার্টফোন আনতে যাচ্ছে ভিভো। ভি৫০ লাইট মডেলের ফোনটির পুরুত্ব মাত্র ৭.৭৯ মিমি। পাতৈলা হলেও এটি দ্রুত চার্জ হওয়ার পাশাপাশি দীর্ঘস্থায়ী সময় পর্যন্ত ব্যাকআপ দেয়। ফোনটি খুব সাবলীল ভাবে ওয়ালেট কিংবা ভ্যানিটি ব্যাগ কিংবা পকেটে রাখা যায়।

ভিভো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এ ফোনে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি, যা স্লিম ও কমপ্যাক্ট ডিজাইনেও দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে। এতে উন্নত সিলিং প্রযুক্তি ও শক্তি ধরে রাখার ক্ষমতা থাকার কারণে নিশ্চিন্তে স্ট্রিমিং ও গেমিং করেও প্রিয়জনদের সাথে কানেক্টেড থাকা যায়। শুধু তাই নয়। দীর্ঘ সময় ধরে চার্জ দেওয়ার বিরক্ত অনুভূতি থেকেও ব্যবহারকারীদের মুক্তি দিবে ভিভো ভি৫০ লাইট। এতে ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি, রিভার্স চার্জিং সুবিধা ও অনেকটা সময় চার্জ ধরে রাখার ক্ষমতা থাকায় আপনাকে হরহামেশাই বহন করতে হবে না চার্জার কিংবা পাওয়ার ব্যাংক।

ভিভো ভি৫০ লাইট এর টাইটানিয়াম গোল্ড সংস্করণটি ধারণ করে সূর্যাস্তের সোনালি আভা, যা ফোনে আভিজাত্য ফুটিয়ে তোলে ও প্রিমিয়াম ফিনিশ প্রদান করে। এভাবেই ইউনিক রঙ, হাই গ্লস মেটাল ফ্রেম এবং ৭.৭৯ মিমি স্লিম ডিজাইনের কারণে স্টাইলের দিক থেকে এটি রাখছে না কোনো অপূর্ণতা। এছাড়াও এর ১৯৬ গ্রাম ওজন ফোনটিকে করে তুলেছে অত্যন্ত হালকা এবং আরামদায়ক। এমনকি এ ফোনটি একটি ঘড়ি, বালা কিংবা ফাউন্টেইন কলমের থেকেও স্লিম হওয়ার কারণে সহজেই জায়গা হয়ে যায় যেকোনো ব্যাগ কিংবা পকেটে।

ভিভো ভি৫০ লাইটে আরও রয়েছে ৬.৭৭ ইঞ্চি বড় ও ১২০ হার্জ রিফ্রেশ রেটসহ আল্ট্রা ভিশন অ্যামোল্ড পাঞ্চ-হোল ডিসপ্লে, যা দ্রুত এবং মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করে। ফলে চোখের সুরক্ষা দিতেও সক্ষম এ ফোন। 

সংবাদটি পঠিত হয়েছে: ৭২ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

আসছে স্টাইলিশ অনার এক্স৮সি ফোন

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫
Card image

ব্রাদার প্রিন্টারে বৈশাখী অফার

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫