রবিবার

ঢাকা, ৩ নভেম্বর ২০২৪

সর্বশেষ


খবর

সিটি আইটি মেগা ফেয়ার শুরু ১১ নভেম্বর

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, দুপুর ২:১২

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

আস্থার ২৫ বছর পূর্তি এবং ২৬ বছরে পদার্পণ উপলক্ষে বিসিএস কম্পিউটার সিটি ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে আগামী ১১ থেকে ১৬ নভেম্বর আয়োজন করছে ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৪’।

আস্থার সঙ্গে ২৫ বছর পার করে ২৬ বছরে পা দিল বিসিএস কম্পিউটার সিটি। ১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বর ঢাকার প্রাণকেন্দ্র শের-ই-বাংলা নগরের আগারগাঁওয়ের আইডিবি ভবনে যাত্রা করে বাংলাদেশে সর্ববৃহত এবং আন্তর্জাতিক মানের প্রযুক্তি পণ্যের বিশেষায়িত বাজার বিসিএস কম্পিউটার সিটি।

আস্থার ২৫ বছর পূর্তি এবং ২৬ বছরে পদার্পণ উপলক্ষে বিসিএস কম্পিউটার সিটি ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে আগামী ১১ থেকে ১৬ নভেম্বর আয়োজন করছে ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৪’।

সিটি আইটি মেগা ফেয়ার-২০২৪
সর্বশেষ সংস্করণের অত্যাধুনিক এবং নিত্য নতুন অনুমোদিত প্রযুক্তি পণ্যের সমাহার নিয়ে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী (১১-১৬ নভেম্বর) ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৪’।

এবারের মেলায় থাকছে ছাত্র-ছাত্রীদের জন্য বিনা মূল্যে আকর্ষণীয় উপহার, মেলায় আগত সব দর্শনার্থীদের জন্য মেগা ডিসকাউন্ট, নিশ্চিত উপহার, ক্যাশব্যাক, স্ক্র্যাচ অ্যান্ড উইন, টেক সেলিব্রেটি আড্ডা, অনুমোদিত পণ্যে নিশ্চিত ওয়ারেন্টিসহ সর্বোপরি সঠিক পণ্যের নিশ্চয়তা।

এবারের মেলায় অংশগ্রহণ করছে বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানের বিভিন্ন ব্র্যান্ড পাশাপাশি আমদানিকারক ও সেবাদানকারি প্রতিষ্ঠানগুলো। এ ছাড়া যেকোনো অনুমোদিত পণ্য কিনলেই থাকছে আকর্ষণীয় মূল্যছাড় ও পুরস্কার। এবারের মেলায় কেনাকাটায় ছাড়ের পাশাপাশি ক্রেতা-দর্শনার্থীদের জন্য গেমিং প্রতিযোগিতা, পিসি ব্যাটেল শো, ল্যাপটপ ব্যাটেল শো এবং ফেসবুক রিল প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। সেই সঙ্গে থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতাও।

প্রতিদিন মেলায় এসে ল্যাপটপ, সাইকেল, স্পিকার, স্মার্টফোন, বিভিন্ন গ্যাজেট এবং আরও অনেক আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ থাকছে। মেলায় থাকছে প্রতিষ্ঠিত আইসিটি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ। সরাসরি যোগাযোগের মাধ্যমে চাকরির অফার পাওয়ার সুযোগ। আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ।

মেলায় অংশগ্রহণ করতে জানা যাবে এই লিংকে। বিস্তারিত জানতে যেতে হবে এই লিংকে। 

বিসিএস কম্পিউটার সিটি
ঢাকার প্রাণকেন্দ্র শের-ই-বাংলা নগরের আগারগাঁওয়ের আইডিবি ভবনে অবস্থিত। নজরকাড়া স্থাপত্যশৈলীর অধিকারী আইডিবি ভবনে রয়েছে আধুনিক সকল সুযোগ সুবিধা ও আইসিটি পণ্যের সমাহার। প্রায় ১০০,০০০ বর্গফুট আয়তনের চারতলা এই ভবনে ১৫০টির অধিক প্রযুক্তি পণ্যের বিক্রয়কারি প্রতিষ্ঠান রয়েছে। এটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন একটি বিশেষায়িত প্রযুক্তি পণ্যের বাজার।

নিজস্ব স্ট্যান্ডবাই জেনারেটর সুবিধাসহ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং টাইলস সজ্জিত একটি ভবন। নামাজের জন্য মসজিদ এবং মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। প্রত্যেক ফ্লোরে টয়লেট সুবিধা রয়েছে। রয়েছে এস্কেলেটর সিড়ির সুবিধা এবং দুটি লিফট। মার্কেটটির নিরাপত্তার জন্য সিসিটিভি রয়েছে। এখানে নিজস্ব একদল প্রশিক্ষিত ও চৌকস সিকিউরিটি গার্ড রয়েছে।

আন্তর্জাতিক মানের প্রযুক্তি পণ্যের বিশেষায়িত বাজার বিসিএস কম্পিউটার সিটি। এখানে আইসিটি সংক্রান্ত বিভিন্ন পণ্য কিনতে পাওয়া যায়-কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, সফটওয়্যার, ক্যামেরা, স্ক্যানার, প্রিন্টার ইত্যাদি। বিশ্বখ্যাত প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানের প্রস্তুতকৃত কম্পিউটার এবং সফটওয়্যার এখানে ন্যায্যমূল্যে কিনতে পারবেন। বিসিএস কম্পিউটার সিটিকে বলা হয় বাংলাদেশের আইসিটি শিল্পের কেন্দ্রস্থল।

ডিজিটাল দক্ষতা তৈরিতে কম্পিউটার শিল্প অনেক অবদান রেখেছে। কোন কম্পিউটার অথবা কোন সফটওয়্যার কিভাবে ব্যবহার করতে হবে এমন বিষয়গুলো এই প্রযুক্তি পণ্যের বাজারের মাধ্যমে মানুষ জানতে পেরেছে। এই মেলার মধ্য দিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের একটি মিলনমেলা তৈরি হয়। অন্যদিকে, এই মেলার মাধ্যমে ক্রেতারা বিভিন্ন পণ্য যাচাই-বাছাই করার সুযোগ পায়। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে নতুন প্রযুক্তি পণ্যগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে।

সংবাদটি পঠিত হয়েছে: ৪৩ বার

এ সম্পর্কিত আরও খবর