মঙ্গলবার

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৪

সর্বশেষ


খবর

সিসকো আইওটি হ্যাকাথনের রেজিস্ট্রেশন চলছে

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ৩:৩১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

প্রজেক্ট আইডিয়া জমা দেওয়ার জন্য ইতিমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য সর্বোচ্চ ২০টি দলকে তাদের প্রজেক্ট আইডিয়ার ভিত্তিতে নির্বাচিত করা হবে। প্রতিটি দলে ৩ থেকে ৫ জন সদস্য থাকতে পারবেন।

শিক্ষার্থীদের ইন্টারনেট অব থিংকস (আইওটি)ভিত্তিক প্রজেক্ট ও গবেষণাতে আগ্রহ করে তোলার লক্ষ্যে রাজধানীতে সিসকো আইওটি হ্যাকাথন ২০২৪-এর আয়োজন করা হয়েছে।

সিসকো বাংলাদেশ ও এআইইউবি ইনস্টিটিউট অব কন্টিনিউইং এডুকেশনের যৌথ উদ্যোগে আগামী ১৯ অক্টোবর এআইইউবি’তে দিনব্যাপী অনুষ্ঠিত হবে এই হ্যাকাথন প্রতিযোগিতা।

আয়োজকরা জানিয়েছেন, প্রজেক্ট আইডিয়া জমা দেওয়ার জন্য ইতিমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য সর্বোচ্চ ২০টি দলকে তাদের প্রজেক্ট আইডিয়ার ভিত্তিতে নির্বাচিত করা হবে। প্রতিটি দলে ৩ থেকে ৫ জন সদস্য থাকতে পারবেন।

জানাগেছে, এই আয়োজনে উপস্থিত থাকবেন বিভিন্ন কর্পোরেট ব্যক্তিত্ব, আইওটি বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ।

হ্যাকাথনে অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম স্থান অধিকারীর জন্য পুরস্কার হিসেবে রয়েছে ৫০ হাজার টাকা।  দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে ৩০ হাজার ও ২০ হাজার টাকা।

যেকোন বয়স কিংবা শ্রেণি-পেশার চাকরিজীবী ও শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

হ্যাকাথনে আবেদনের শেষ তারিখ ৫ অক্টোবর ২০২৪। প্রতিযোগিতায় অংশগ্রহণ নিতে নিজের নাম, প্রতিষ্ঠানের নাম, মোবাইল নম্বর এবং ই-মেল অ্যাড্রেস দিয়ে মেইল করতে হবে hackathon@aiub.edu  এই ঠিকানায়। অথবা বিস্তারিত জানা যাবে এআইইউবি ইনস্টিটিউট অব কন্টিনিউইং এডুকেশনের ফেসবুক পেজের এই লিংকে। 

আয়োজনের অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছে টেক নিউজ পোর্টাল টেকসিঁড়ি ডট কম।
 

সংবাদটি পঠিত হয়েছে: ৭৪ বার

এ সম্পর্কিত আরও খবর