ছবি: সংগৃহীত
প্রথম পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা প্রদান করা হয় মো. শাকিল হোসেন, মাহিন শিকদার, কামরুল ইসলাম এবং সাফিদ হাসান-এর দল ‘আন্ডাররেটেড’কে, তাদের স্মার্ট ফার্ম ম্যানেজমেন্ট সিস্টেম ফর এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি অ্যান্ড ডিজাস্টার মিটিগেশন প্রকল্পের জন্য।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-তে সিসকো আইওটি হ্যাকাথন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২৫টি প্রতিভাবান প্রোগ্রামিং দল অংশগ্রহণ করে।
শনিবার (২ নভেম্বর) প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে ২০টি চূড়ান্ত রাউন্ডে পৌঁছায় এবং তারা বিচারকদের সামনে তাদের উদ্ভাবনী প্রকল্পগুলো উপস্থাপন করে। বিচারকরা সেরা তিনটি দলের প্রকল্পকে নির্বাচিত করেন।
প্রথম পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা প্রদান করা হয় মো. শাকিল হোসেন, মাহিন শিকদার, কামরুল ইসলাম এবং সাফিদ হাসান-এর দল ‘আন্ডাররেটেড’কে, তাদের স্মার্ট ফার্ম ম্যানেজমেন্ট সিস্টেম ফর এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি অ্যান্ড ডিজাস্টার মিটিগেশন প্রকল্পের জন্য।
দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা প্রদান করা হয় মো. রাহাত আল মামুন, সুজয় মাহমুদ, সামিউল হক, মো. রায়হান হোসেন এবং জ্যোতির্ময় মল্লিক-এর দল ‘সহায়ক’কে, তাদের সেরিব্রাল পলসি আক্রান্ত ব্যক্তিদের জন্য আইওটি ব্যবহার করে একটি সাশ্রয়ী ডিভাইস প্রকল্পের জন্য।
তৃতীয় পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা প্রদান করা হয় শাহিদা আফরিন, কে.এম. ফারজাদুল ইসলাম, শরিফুল ইসলাম সুমন এবং শেখ আসিম আসমান আজাজ-এর দল ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশ’কে, তাদের ইন্টারেকটিভ এডুকেশনাল বট ফর চিলড্রেন ইউজিং আইওটি প্রকল্পের জন্য।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার এবং ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।
প্রফেসর ড. সাইফুল ইসলাম অনুষ্ঠানের টাইটেল স্পনসর হিসেবে সহযোগিতা এবং আগামী প্রজন্মের মধ্যে উদ্ভাবনী মনোভাব বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সিসকোকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে এআইইউবি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মনজুর এইচ. খান, এবং ইনস্টিটিউট অব কন্টিনিউয়িং এডুকেশনের পরিচালক মো. মনিরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...