৮ ঘন্টা আগে
৯ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্য, কাজাখস্তান, কিরগিজস্তান, দক্ষিণ কোরিয়া, তানজেনিয়া, কঙ্গো এবং সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বজুড়ে বিস্তৃত কনসালটেন্সি ফার্মের কার্যক্রম, যা গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থীদের বিশ্বমানের একাডেমিক হিসেবে তৈরি করে এবং দুর্দান্ত ক্যারিয়ারের সুযোগ করে দেয়।
আজকের পৃথিবী দ্রুত পরিবর্তনশীল। এমন সময় সঠিক শিক্ষাই হতে পারে অসীম সুযোগের সেতু। আর শিক্ষার্থীদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ ভেরিটাস এডুটেক লিমিটেড। যুক্তরাজ্য, কাজাখস্তান, কিরগিজস্তান, দক্ষিণ কোরিয়া, তানজেনিয়া, কঙ্গো এবং সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বজুড়ে বিস্তৃত কনসালটেন্সি ফার্মের কার্যক্রম, যা গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থীদের বিশ্বমানের একাডেমিক হিসেবে তৈরি করে এবং দুর্দান্ত ক্যারিয়ারের সুযোগ করে দেয়।
ধরুন, আপনার শিক্ষা জীবন শুরু হয়েছে কিরগিজস্তানের কিরগিজ-কোরিয়ান কলেজে (কেকেসি)। সেখানে ডাটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কম্পিউটার সায়েন্স এবং মাল্টিমিডিয়া ডিজাইনের মতো অগ্রসর বিষয়গুলোর ওপর আপনার ভিত্তি গড়ে উঠবে। এটি শুধু একটি শিক্ষা নয়, বরং রূপান্তরিত অভিজ্ঞতার সূচনাও। কেকেসি থেকে স্নাতক সম্পন্ন করে আপনি সহজেই দক্ষিণ কোরিয়ার ইনহা টেকনিক্যাল কলেজে (আইটিসি) স্থানান্তরিত হতে পারবেন, যেটি তার ইনোভেটিভ প্রোগ্রাম এবং ইন্ডাস্ট্রি সহায়ক কারিকুলামের জন্য বিখ্যাত।
এছাড়া ভেরিটাস ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ে অনলাইন এবং ইন-পার্সন ক্লাসের মাধ্যমে পরিচালিত ব্যাচেলর এবং পিএইচডি প্রোগ্রাম অফার করে। ব্লেন্ডেড লার্নিং পদ্ধতিতে পরিচালিত এসব প্রোগ্রাম ক্যারিয়ার-ফোকাসড, বৈশ্বিকভাবে স্বীকৃত এবং আগের চেয়ে অনেক সাশ্রয়ী, যার টিউশন ফি কমে এখন এক-চতুর্থাংশ।
ভেরিটাস এডুটেক শিক্ষার্থীদের জন্য শুধু ভর্তির ব্যবস্থাই করে না। একইসঙ্গে দ্রুত অফার লেটার এবং এনরোলমেন্ট নিশ্চিত করতে সাহায্য করে, যা শিক্ষার্থীদের পড়াশোনা ও ভবিষ্যত তৈরিতে মনোযোগী হতে সাহায্য করে। সাশ্রয়ী টিউশন ফি এবং চার বছরের প্রোগ্রামে রয়েছে আকষর্ণীয় স্কলারশিপের সুযোগ। এটি শিক্ষার্থীদের ‘জীবন বদলে দেওয়া অভিজ্ঞতা’ আরও সহজ করে। ভেরিটাসের মাধ্যমে পাওয়া এসব ডিগ্রি বৈশ্বিক স্বীকৃতি নিশ্চিত করে, যার মাধ্যমে আপনি চাইলে দক্ষিণ কোরিয়ার হাই-টেক ও ডিজাইন ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়তে পারবেন; যুক্তরাজ্যে একাডেমিক উৎকর্ষতা অর্জন করতে পারবেন অথবা পৃথিবীর যে কোনো স্থানে সফল হতে পারবেন।
বর্তমানে ভেরিটাস এডুটেকে উইন্টার-২০২৫ সেশনের ভর্তি কার্যক্রম চলছে। আবেদনপত্র জমা দেওয়া যাবে আগামী ১৪ মার্চ পর্যন্ত। বিশ্বমঞ্চে সফল হতে চাইলে এই সুযোগ হাতছাড়া করবেন না। নির্ধারিত আসনগুলো দ্রুতই পূরণ হয়ে যাচ্ছে। আইসিটিতে যুগান্তকারী সুযোগের স্বপ্ন দেখুন। ডিজাইনে ক্যারিয়ারের পরিকল্পনা করুন, অথবা মর্যাদাপূর্ণ ব্রিটিশ ডিগ্রি অর্জনের লক্ষ্য নির্ধারণ করুন। ভেরিটাস এডুটেক প্রতিটি ধাপে আপনার পাশে থাকবে।
আপনার স্বপ্নপূরণে পদক্ষেপ নিন এবং বিশ্বমঞ্চে নিজের স্থান নিশ্চিত করুন। শিক্ষার্থীরা আরও পরামর্শের জন্য কল করুন +৮৮০১৭৩২ ৯১০১০১ নম্বরে বা যোগাযোগ করুন প্রধান কার্যালয় এসকেএস টাওয়ার, স্যুইট ১০১ (দ্বিতীয় তলা), ৭ ভিআইপি রোড, মহাখালী, ঢাকা ১২০৬ ঠিকানায়। ভেরিটাস এডুটেক আপনার উজ্জ্বল ও বাধাহীন ভবিষ্যতের অপেক্ষায়।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...