সোমবার

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ


সফটওয়্যার

প্রয়োজনীয় সংস্কার শেষে

শিগগিরই গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আশাবাদ ব্যক্ত বেসিস প্রশাসকের

প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৪, দুপুর ১১:১৪

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

বেসিস দেশের সফটওয়্যার এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। এই খাতকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিতে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবো।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ মেহেদী হাসান।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নবনিযুক্ত প্রশাসক বাণিজ্য মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক যোগদানের পর দুপুরে বেসিস কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে দায়িত্ব নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বেসিস-এর বেশ কয়েকজন সদস্যসহ বেসিস সচিবালয়ের কর্মকর্তারা।

সভায় ড. মেহেদী তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকল মেম্বারদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “বেসিস দেশের সফটওয়্যার এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। এই খাতকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিতে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবো।”

এসময় তিনি অতি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে বুধবার (৪ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ নাভিদ শফিউল্লাহর সই করা এক অফিস আদেশে বেসিসের প্রশাসক হিসেবে নিয়োগ পান তিনি।

আদেশে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক বেসিস এর  পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বাতিলপূর্বক সরকারের অনুমোদনক্রমে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহম্মদ মেহেদী হাসানকে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)’ এর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।

সংবাদটি পঠিত হয়েছে: ১২৮ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

মোবাইল অ্যাপ ‘ভ্রমণিকা’র সাফল্য

প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৫