বৃহস্পতিবার

ঢাকা, ১০ অক্টোবর ২০২৪

সর্বশেষ


অটোমোবাইল

সিএনজি-চালিত প্রাইভেটকার নিয়ে এলো হুন্দাই

প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ৩:০৪

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

হুন্দাই অরা ডুয়েল সিলিন্ডার মডেলে দেওয়া হয়েছে ফ্রন্ট পাওয়ার ইউন্ডো, ড্রিভার সিট হাইট অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেবল রিয়ার সিট হেডরেস্ট এবং মাল্টি-ইনফরমেশন ফাংশন সহ একটি ৮.৮৯ সেমি স্পিডোমিটার।

নতুন সিএনজি-চালিত গাড়ি এনেছে বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই। মডেল হুন্দাই অরা সিএনজি হাই-সিএনজি। প্রতিষ্ঠানটির অন্যতম জনপ্রিয় সেডান গাড়ি এবারে সিএনজি জ্বালানি বিকল্পে আনা হল। দাম রাখা হয়েছে  ভারতে সাড়ে সাত লাখ রুপি। অরার কেবলমাত্র ‘ই’ ভ্যারিয়েন্টটি সিএনজি বিকল্পে আনা হয়েছে।

হুন্দাই অরা ডুয়েল সিলিন্ডার মডেলে দেওয়া হয়েছে ফ্রন্ট পাওয়ার ইউন্ডো, ড্রিভার সিট হাইট অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেবল রিয়ার সিট হেডরেস্ট এবং মাল্টি-ইনফরমেশন ফাংশন সহ একটি ৮.৮৯ সেমি স্পিডোমিটার। আবার সেডান গাড়িটি জেড-আকৃতির এলইডি টেললাইটসহ এসেছে।

হুন্দাই অরা সিএনজি ই-তে ৬টি এয়ারব্যাগ, ৩-পয়েন্ট সিট বেল্ট (প্রতিটি আসন), সিটবেল্ট রিমাইন্ডার (প্রতিটি আসন), ইবিডিসহ এবিএস, ইমমোবিলাইজার, ইমার্জেন্সি স্টপ সিগন্যাল, স্পিড অ্যালার্ট সিস্টেম এবং পেছনের পার্কিং সেন্সর দেওয়া হয়েছে।

হুন্দাই অরা সিএনজি ই ট্রিমে শক্তির উৎস হিসেবে রয়েছে একটি ১.২ লিটার বাই-ফুয়েল পেট্রোল-সিএনজি ইঞ্জিন। এটি ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনেরসহ বেছে নেওয়া যাবে। মোটর থেকে ৬,০০০ আরপিএম গতিতে ৬৯ বিএইচপি শক্তি এবং ৪,০০০ আরপিএম গতিতে ৯৫.২ এনএম টর্ক উৎপন্ন হবে। পেট্রোলে চলার সময়, এটি থেকে মিলবে ৮২ বিএইচপি এবং ১১৩ এনএম টর্ক।
 

সংবাদটি পঠিত হয়েছে: ৫৭ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

৩ মডেলের বাইক আনছে রয়্যাল এনফিল্ড

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪
Card image

ইয়ামাহা এফজেডএস ভি-৪.০ বাইক এলো বাজারে

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪
Card image

স্পেশাল এডিশনে এলো ইয়ামাহা এমটি-১৫ মডেল

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪
Card image

বাজারে নতুন রেসিং বাইক আনলো টিভিএস

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪