সোমবার

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ


টিপস

সি ড্রাইভের জায়গা বাড়াবেন যেভাবে

প্রকাশ: ৭ জুলাই ২০২৪, বিকাল ৫:৪০

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

‘সি’ ড্রাইভের জায়গা বাড়াতে প্রথমে ডাউনলোড, ডেস্কটপ, ডকুমেন্ট, মিউজিক, পিকচার এবং ভিডিও ফাইল ফোল্ডার থেকে অপ্রয়োজনীয় ডকুমেন্ট ডিলিট করে দিন। এরপর নিচের টুলবারে সার্চ অপশনে রান লিখে সার্চ দিতে হবে। 

কম্পিউটারের ‘সি’ ড্রাইভে সফটওয়্যারের ফাইলগুলো রাখা হয়। সফটওয়্যার ইনস্টল করলে ফাইল এবং রান হওয়ার সব ধরনের কাজই ‘সি’ ড্রাইভের মাধ্যমে সম্পন্ন হয়। আর এ কারণে যখন কম স্পেস নিয়ে কম্পিউটার চালু করা হয়, তখন একাধিক সফটওয়্যার চালু করলেই ‘সি’ ড্রাইভ ফুল হয়ে যায়। ফলে প্রয়োজনীয় কাজ করা সম্ভব হয় না।

স্পেস বাড়াবেন যেভাবে
‘সি’ ড্রাইভের জায়গা বাড়াতে প্রথমে ডাউনলোড, ডেস্কটপ, ডকুমেন্ট, মিউজিক, পিকচার এবং ভিডিও ফাইল ফোল্ডার থেকে অপ্রয়োজনীয় ডকুমেন্ট ডিলিট করে দিন। এরপর নিচের টুলবারে সার্চ অপশনে রান লিখে সার্চ দিতে হবে। রান অপশনে গিয়ে Temp লিখে এন্টার বাটনে ক্লিক করলে টেম্পোরারি কিছু ফাইল ফোল্ডার দেখাবে। এখানে সাধারণত অপ্রয়োজনীয় ফাইল দেখানো হয়। এসব ফাইল ডিলিট করে দিন।

রান অপশনে ‘%temp%’, recent লিখে অপ্রয়োজনীয় সব ফাইল ডিলিট করতে হবে। সবশেষে রিসাইকেল বিনে জমে থাকা ফাইল ডিলিট করতে হবে। এভাবে সহজে ‘সি’ ড্রাইভের জায়গা বাড়ানো যায়।

উইন্ডোজ আপডেট করার ফলে অনেক সময় পুরনো উইন্ডোজ সংস্করণ থেকে যায়। উইন্ডোজে ‘ডিস্ক ক্লিনআপ’ নামে টুল আছে। টুল ক্লিন করার সময় পুরনো সব ফাইল ডিলিট হয়ে যাবে। এভাবেও ‘সি’ ড্রাইভের জায়গা বাড়ানো সম্ভব।

সংবাদটি পঠিত হয়েছে: ২০৮ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

জি-মেইলের স্টোরেজ বাড়ানোর উপায়

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪