শনিবার

ঢাকা, ১৫ মার্চ ২০২৫

সর্বশেষ


খবর

সফটওয়্যার ডেভেলপমেন্টে ডাটার নিরাপত্তায় গুরুত্ব দেওয়ার পারামর্শ

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১১:০৭

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

সফটওয়্যার প্রোডাক্ট তৈরি করার জন্য ডেভেলপমেন্টের প্রতিটি ধাপে গুণগত মান নির্ধারণ এবং তথ্য/ডাটার নিরাপত্তার ওপর বিশেষজ্ঞ প্রকৌশলীগণ ওয়ার্কশপে বিশেষ গুরুত্ব প্রদান করেন। 

কল্পলোক লিমিটেডের চীফ টেকনিক্যাল অফিসার (সিটিও) ইবনে মোহাম্মদ আবু সালেহ খসরু বলেছেন, সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রতি ধাপে ডাটার নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিতে হবে। ডেটা যেকোন সংস্থা, ব্যবসা এবং ব্যক্তির জন্য একটি মূল্যবান সম্পদ হিসাবে বিবেচিত হয়। সফটওয়্যার ডেভেলপমেন্টে ডেটার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে ডেটার প্রাইভেসি বা গোপনীয়তা সংরক্ষণ করা যায় এবং সাইবার হুমকি থেকে রক্ষা করা যায়।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে শনিবার  (২২ ফেব্রুয়ারি) চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত সফটওয়্যার ডেভেলপমেন্টের তত্ত্বীয় জ্ঞানের সাথে পেশাগত বাস্তব অভিজ্ঞতার সংযোগ স্থাপনের লক্ষে "রোডম্যাপ টু সাকসেসফুল প্রোডাক্টস: সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বেস্ট প্রাক্টিসেস" শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এতে রিসোর্স পার্সন ছিলেন কল্পলোক লিমিটেড-এর চীফ টেকনিক্যাল অফিসার ইবনে মোহাম্মদ আবু সালেহ খসরু, পিপল অ্যান্ড কালচার লীড মোহাম্মদ ইকবাল হোসাইন, প্রিন্সিপল সফটওয়্যার ইঞ্জিনিয়ার মীর্জা তাহমিদ তাজিক, সিনিয়র এসকিউএ ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল রুমি, এসকিউএ ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ আরিফুল হক খান।

উল্লেখ্য, সফটওয়্যার প্রোডাক্ট তৈরি করার জন্য ডেভেলপমেন্টের প্রতিটি ধাপে গুণগত মান নির্ধারণ এবং তথ্য/ডাটার নিরাপত্তার ওপর বিশেষজ্ঞ প্রকৌশলীগণ ওয়ার্কশপে বিশেষ গুরুত্ব প্রদান করেন। সফল সফটওয়্যার প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আধুনিক পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহারের ওপর ওয়ার্কশপে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকাস্থ দেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান কল্পলোক লিমিটেডের প্রকৌশলীগণ। চুয়েটের সিএসই বিভাগের তৃতীয় বর্ষের (২০ ব্যাচ) ১৩৫ জন শিক্ষার্থী এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালার সমাপনী পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ এবং রিসোর্স পারসনগণকে সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এ এইচএম আশফাক হাবীবের সভাপতিত্বে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্পলোক লিমিটেডের কর্মকর্তা ও প্রকৌশলীগণ এবং ওয়ার্কশপের প্রধান সমন্বয়ক সিএসই বিভাগের শিক্ষক মীর মু. সাক্বী কাওসার ও  মোহাম্মদ আল-মামুন প্রভাত।

কর্মশালাটি সফলভাবে সম্পাদনে সহযোগিতা করেন সিএসই বিভাগের তৃতীয় বর্ষের (২০ ব্যাচ) শিক্ষার্থী সৌগত পাল, মিফতিয়াজ ইনতি সামি, ফাহিম ফেরদৌস, আদিল সিকদার, শেখ সাফায়াতুল হক, খন্দকার ইমরুল কায়েস, কৌশিক দাশ, মাদিহা আহমেদ চৌধুরী, মেহেরিন রহমান, তাবাসসুম বাশের রাশফি প্রমুখ। 

সংবাদটি পঠিত হয়েছে: ৬৭ বার

এ সম্পর্কিত আরও খবর