বৃহস্পতিবার

ঢাকা, ১০ অক্টোবর ২০২৪

সর্বশেষ


খবর

সেমিনারে তরুণ বিজ্ঞানীদের দেশ গড়ার আহ্বান

প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ৩:২৮

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

সরকারি সংস্থাগুলোতে তরুণদের মেধা ও প্রতিভাবে কাজে লাগিয়ে জনসেবার মান উন্নত করতে হবে। তবে, জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি নিজেদের নৈতিক শক্তিকে ধারণ করতে হবে। দুর্নীতি ও প্রলোভনের হাতছানি থেকে মুক্ত থেকে দেশকে গড়তে হবে সততার শক্তি দিয়ে নতুবা জ্ঞান বিজ্ঞান চর্চা ও তারুণ্যের অর্জন বিফলে যাবে

রাজধানীর প্রশাসনিক এলাকা আগারগাঁওয়ের বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রাঙ্গনে সারাদেশ থেকে নির্বাচিত সেরা ১২টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেছে তরুণ উদ্ভাবকরা। এতে নিজেদের প্রদর্শনী নিয়ে হাজির হয়েছিলো ৪৪তম ও ৪৫তম কেন্দ্রীয় বিজ্ঞান মেলার বিজয়ীরা।

নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় শিক্ষার্থীরা হাজির হয়েছিলেন- আধুনিক কৃষি প্রকল্প,  স্মার্ট ইভিএম ডিজিটাল রোবট, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ বিভ্রাট রোধে প্রযুক্তির ব্যবহার এবং দুর্ঘটনা প্রতিরোধ,  বন ও প্রকৃতির উপর সচেতনতা এবং স্মার্ট হোম অটোমেশন, ইউনিভার্সাল পিকো রোরট, Sanitary Napkin from Water Hyacinth, Dream Design, Future for IOT and Automation, Our Child’s Education Management App, Vehicle Accident Control System, Fire Fighting Robot এবং Unmanned Arial Vehicle Drone নিয়ে।

প্রদর্শনীতে প্রথম হয়েছে নরসিংদী জেলার বিশেষ গ্রুপের প্রকল্প ‘Unmanned Arial Vehicle Drone’। যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করে রাঙামাটি জেলার বিশেষ গ্রুপের প্রকল্প তাপমাত্রা নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ বিভ্রাট রোধে প্রযুক্তির ব্যবহার এবং দুর্ঘটনা প্রতিরোধ প্রকল্প। এছাড়াও তৃতীয় স্থান অধিকার করে জুনিয়র গ্রুপের প্রকল্প ‘স্মার্ট ইভিএম ডিজিটাল রোবট’।

অনুষ্ঠানে তরুণ বিজ্ঞানীদের মেধার স্বীকৃতি হিসেবে বিজ্ঞান মেলায় উপস্থাপিত প্রত্যেক উদ্ভাবনকে বিজ্ঞান জাদুঘরের উদ্ভাবনী কর্নারে স্তাপন করার ঘোষণা দেয়া হয়। মেলার পাশাপাশি মঙ্গলবার ‘তারুণ্যের অদম্য শক্তি: বিপ্লব, বিজ্ঞান ও প্রযুক্তি’ বিষয়ক সেমিনারে তরুণ বিজ্ঞানীদের প্রতি দেশ গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।

চুক্তি বাতিলের ফলে সদ্য সাবেক এই মহাপরিচলক নিজের শেষ কর্ম দিবসে তরুণদের উদ্দেশে বলেছেন, “সময় এসেছে, এমন প্রযুক্তির উদ্ভাবন করতে হবে যেন, দুর্নীতিলব্ধ অর্থ কেউ লুকিয়ে রাখলে, তা’ উদ্‌ঘাটন করা সম্ভব হয়। তরুণদের রক্তঝরা বিপ্লবের মাধ্যমে দেশে যে পট পরিবর্তন হয়েছে, সেটির সাফল্য ধরে রাখতে হলে, শিক্ষার্থীদের জ্ঞান বিজ্ঞান চর্চায় ও গবেষণায় কঠোরভাবে মনোনিবেশ করতে হবে। নিজেদেরকে রাষ্ট্র পরিচালনার উপযোগী করে গড়ে তুলতে হবে। বিদ্যুৎ, পানি ও গ্যাস সেক্টরে যে বিপুল পরিমাণ চুরি ও অপচয় হচ্ছে, তা’ প্রতিরোধকল্পে তরুণদের বৈজ্ঞানিক প্রকল্প উদ্ভাবন করতে হবে।

এসব উদ্ভাবনে ধারণা দিতে গিয়ে তিনি মিটারে রিলে বসিয়ে, মিটারে রিডিং জমিয়ে, মিটার পুড়িয়ে, মিটারে কেমিক্যাল স্প্রে করে এবং মিটার বাইপাস করে শিল্প কারখানায় যেসব বিদ্যুৎ চুরি ঘটছে, তা’ উদ্‌ঘাটনে আধুনিক প্রযুক্তি নিয়ে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, “সরকারি সংস্থাগুলোতে তরুণদের মেধা ও প্রতিভাবে কাজে লাগিয়ে জনসেবার মান উন্নত করতে হবে। তবে, জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি নিজেদের নৈতিক শক্তিকে ধারণ করতে হবে। দুর্নীতি ও প্রলোভনের হাতছানি থেকে মুক্ত থেকে দেশকে গড়তে হবে সততার শক্তি দিয়ে নতুবা জ্ঞান বিজ্ঞান চর্চা ও তারুণ্যের অর্জন বিফলে যাবে”।

সংবাদটি পঠিত হয়েছে: ৪৪ বার

এ সম্পর্কিত আরও খবর