মঙ্গলবার

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৪

সর্বশেষ


খবর

সবার জন্য ইন্টারনেট সেবা সহজলভ্য করতে কাজ করছে সরকার: উপদেষ্টা নাহিদ

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ১:০৭

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

আমরা গ্রাহকদের পাশাপাশি কোম্পানিগুলোর যুক্তিও বিবেচনা করছি, যাতে তারা ক্ষতির সম্মুখীন না হয়। আমরা যথাযথভাবে এসব মূল্য কমিয়ে জনগণের জন্য সুলভ মূল্যে নিয়ে আসতে চাই।

টেলিযোগাযোগ খাতে কলরেট ও ইন্টারনেট সুলভ মূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, এ বিষয়ে আমরা বেশকিছু উদ্যোগ নিয়েছি। স্টেকহোল্ডার ও কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চলছে। কলরেট, ইন্টারনেটের মূল্য, মোবাইল ডাটার মেয়াদ ইত্যাদি বিষয়কে যৌক্তিক পর্যায়ে আনার জন্য চেষ্টা করছি। আমরা গ্রাহকদের পাশাপাশি কোম্পানিগুলোর যুক্তিও বিবেচনা করছি, যাতে তারা ক্ষতির সম্মুখীন না হয়। আমরা যথাযথভাবে এসব মূল্য কমিয়ে জনগণের জন্য সুলভ মূল্যে নিয়ে আসতে চাই।

গত সরকারের অসমাপ্ত ‘ডিজিটাল বাংলাদেশ’ বা ‘স্মার্ট বাংলাদেশ’ নামে মেগা প্রকল্প বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা প্রসঙ্গে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে ডিজিটাল বৈষম্য তৈরি হয়েছে। দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে। এ খাতে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে, সে পরিমাণ সুবিধা জনগণ পায়নি। সুবিধাগুলো কিছু মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আমাদের লক্ষ্য হবে সহজলভ্যতা বৃদ্ধি করা, যাতে প্রান্তিক পর্যায়েও ডিজিটাল সুবিধাগুলো পৌঁছে যায় এবং ইন্টারনেটের আওতায় সবাইকে নিয়ে আসা যায়। সেই উদ্দেশ্যেই আমরা কাজ করব, যাতে সবার জন্য ইন্টারনেট সেবা সহজলভ্য করা যায়।

দেশের মোট জনসংখ্যার প্রায় সাড়ে আট কোটির গড় বয়স ২৬। এ বিশাল তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের ক্ষেত্রে আইসিটি মন্ত্রণালয়ের ভূমিকা প্রসঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা আরও বলেছেন, আইসিটি খাতে কর্মসংস্থানের সুযোগ অনেক বেশি। এ খাতে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, পাশাপাশি নতুন কিছু উদ্যোগ নেওয়ার কথাও বিবেচনা করা হচ্ছে। ফ্রিল্যান্সারদের জন্য সুবিধা তৈরি করা, আইসিটি খাতে প্রশিক্ষণের ব্যবস্থা, তরুণদের উদ্যোগ আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা, অনলাইন কাজের জন্য সরকার থেকে লজিস্টিক সহযোগিতা প্রদান এবং তরুণদের উৎসাহিত করার ক্ষেত্রে আমরা কাজ করতে পারি।

সংবাদটি পঠিত হয়েছে: ৮১ বার

এ সম্পর্কিত আরও খবর