৩ ঘন্টা আগে
৭ ঘন্টা আগে
১৯ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
পেশাদার, শিক্ষার্থী কিংবা সৃজনশীল কাজ যারা করেন, ডিভাইসটি তাদের জন্য তৈরি
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাজারে এনেছে লেনোভো আইডিয়া প্যাড স্লিম থ্রী আই ল্যাপটপ। ১৩তম জেনারেশনের ইনটেল কোর আই ৭-১৩৬২০এইচ প্রসেসর (৪.৯ গিগাহার্জ পর্যন্ত), ১৬ জিবি ডিডিআর৫ র্যাম ও ৫১২ জিবি এসএসডি থাকায় ল্যাপটপটি মাল্টিটাস্কিংয়ের জন্য আদর্শ। পেশাদার, শিক্ষার্থী কিংবা সৃজনশীল কাজ যারা করেন, ডিভাইসটি তাদের জন্য তৈরি বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় গ্লোবাল ব্র্যান্ড।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৪ ইঞ্চি আইপিএস ডিসপ্লে (৩০০ নিটস ব্রাইটনেস, ৪৫% এনটিএসসি) চোখের জন্য আরামদায়ক। আর টিইউভি লো ব্লু লাইট প্রযুক্তি দীর্ঘসময় স্ক্রিনে কাজ করার সময় চোখকে সুরক্ষিত রাখে।
ল্যাপটপে আরও রয়েছে ডলবি অডিও স্পিকার, ফুল এইচডি আইআর ক্যামেরা, ব্যাকলিট কিবোর্ড, ওয়াইফাই ৬ ও ব্লুটুথ ৫.২। ল্যাপটপটি এমনভাবে তৈরি যাতে এমআইএল-এসটিডি-৮১০এইচ মিলিটারি-গ্রেড মান পূরণ করতে পারে। সহজভাবে বললে, এটি বিভিন্ন প্রতিকূল পরিবেশে নির্ভরযোগ্যভাবে কাজ করার জন্য পরীক্ষিত। ১.৩৯ কেজি ওজনের লুনা গ্রে ডিজাইনের ল্যাপটপটিতে ২ বছরের বিক্রয়োত্তর সেবা মিলবে।
ক্যানন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অন্যতম। ক্যামেরা, ইমেজিং ও প্রিন্টিং পণ্যের জন্য প্রতিষ্ঠানটির সুনাম বিশ্বজুড়ে। জাপানে...