মঙ্গলবার

ঢাকা, ৩ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ


গ্যাজেট

সাশ্রয়ী মূল্যে প্রিন্টার টোনার এলো বাজারে

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, দুপুর ৩:০৬

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

প্রতি পৃষ্ঠায় মাত্র ৫০ পয়সা খরচসহ সর্বোচ্চ ২ হাজার ৬০০ পৃষ্ঠা প্রিন্ট করতে পারে এই টোনারগুলো। ৩৪ পৃষ্ঠা প্রতি মিনিটে নিমশেই প্রিন্ট করার পাশাপাশি ডুপ্লেক্স প্রিন্ট সাপোর্ট করে। ইউএসবি এবং ওয়্যারলেস উভয় কানেক্টিভিটিতেই এটা ব্যবহার করা যায়।

প্রিন্টার জগতে খুবই বিশ্বস্ত ব্র্যান্ড ব্রাদার এবার দেশের বাজারে নিয়ে এলো সাশ্রয়ী মূল্যে জেনুইন টোনার। যাদের নিয়মিত প্রিন্ট করা দরকার হয় তাদের জন্য বাজারে সাশ্রয়ী মূল্যর তেমন টোনার নেই। যার ফলে একজন ক্রেতা খরচ কমাতে চাইনিজ নিম্নমানের টোনার ব্যবহার করে থাকে। সেই সমস্যার সমাধান দিতে দেশের বাজারে এলো ব্রাদার টোনার।

প্রতি পৃষ্ঠায় মাত্র ৫০ পয়সা খরচসহ সর্বোচ্চ ২ হাজার ৬০০ পৃষ্ঠা প্রিন্ট করতে পারে এই টোনারগুলো। ৩৪ পৃষ্ঠা প্রতি মিনিটে নিমশেই প্রিন্ট করার পাশাপাশি ডুপ্লেক্স প্রিন্ট সাপোর্ট করে। ইউএসবি এবং ওয়্যারলেস উভয় কানেক্টিভিটিতেই এটা ব্যবহার করা যায়।

সিঙ্গেল ফাংশন ও মাল্টিফাংশন এই দুই ধরনের প্রিন্টারের জন্য টোনারগুলো পাওয়া যাবে। মডেলগুলো  হচ্ছে HL-B2150W, DCP-B7640DW, MFC-B7810DW, HL-B2100D, HL-B2180DW, DCP-B7620DW.

ব্রাদার ব্র্যান্ড-এর এই টোনারগুলোর বাংলাদেশে আথোরাইজড ডিসট্রিবিউটর হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। প্রোডাক্টগুলো পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ডের ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।

সংবাদটি পঠিত হয়েছে: ৫৩ বার

এ সম্পর্কিত আরও খবর