বৃহস্পতিবার

ঢাকা, ২৭ মার্চ ২০২৫

সর্বশেষ


লাইফস্টাইল

শার্টের সঙ্গে কোন প্যান্ট ভালো লাগবে জানাবে স্মার্টগ্লাস

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, দুপুর ৪:৩৫

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

মার্ক একটি শার্ট ধরলেন এবং চশমার কাছে জানতে চাইলেন কোন প্যান্টের সঙ্গে ভালো লাগবে। চশমাটি শার্টের বর্ণনা দেয় এবং কোন কোন প্যান্ট পরা যায়, তার কিছু অপশনও দেয়।

বিখ্যাত চশমা নির্মাতা প্রতিষ্ঠান রে ব্যানের সঙ্গে একজোট হয়ে নতুন স্মার্টগ্লাস এনেছে মেটা। এই স্মার্টগ্লাসে অ্যাডভান্সড টেকনোলজি দেওয়া হয়েছে, যার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই রয়েছে।

মেটার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, কিছু মানুষকে এই স্মার্টগ্লাস ব্যবহারও করতে দেওয়া হবে এআই ফিচারটি পরীক্ষা করার জন্য।

মার্ক জ়াকারবার্গও একটি ইনস্টাগ্রাম ভিডিওতে এই স্মার্টগ্লাসের ক্ষমতা সম্পর্কে জানিয়েছেন।

ভিডিওতে দেখা গেল, মার্ক একটি শার্ট ধরলেন এবং চশমার কাছে জানতে চাইলেন কোন প্যান্টের সঙ্গে ভালো লাগবে। চশমাটি শার্টের বর্ণনা দেয় এবং কোন কোন প্যান্ট পরা যায়, তার কিছু অপশনও দেয়। কিছু ছবির আবার ক্যাপশন দেওয়ার জন্যও চশমার এআই সহকারীকে কাজে লাগানো যেতে পারে।

এআই ক্ষমতাসম্পন্ন এই স্মার্টগ্লাস তার মধ্যে থাকা ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহার করে। এই ফিচার চশমাটিকে বোঝাতে এবং ব্যাখ্যা করতে পারে তারা কী ‘দেখছে’ এবং ‘শুনছে’।

উদাহরণস্বরূপ, চশমার ভেতরে থাকা এআই তার সহকারী ক্যামেরা এবং মাইক্রোফোনের সাহায্যে আশপাশের পরিস্থিতির বিশ্লেষণ করতে পারে। তারপর সেটি যা দেখে বা শোনে তার উপরে ভিত্তি করে তথ্য দিতে পারে।

ধরা যাক, আপনি এই স্মার্টচশমাটি পরেছেন। সেখান থেকে যে ল্যান্ডমার্কটি আপনার নজরে এসেছে, সেটি সম্পর্কে জানতে চান। এই স্মার্টগ্লাস তার এআই ক্যামেরার মাধ্যমে ল্যান্ডমার্ক শনাক্ত করতে পারে এবং সেখান থেকে চোখের সামনে যা দেখছে, তা থেকে তথ্য দিতে পারে।

আবার, এই চশমা পরে আপনি যদি কোনও প্রশ্ন করেন বা কোনও ক্ষেত্রে আপনার সাহায্যের প্রয়োজন হয়, তাহলে এআই অ্যাসিস্ট্যান্ট মাইক্রোফোনের মাধ্যমে আপনার ভয়েস কমান্ড বুঝতে পারবে এবং জরুরি কাজটিও করে ফেলবে।

প্রাথমিক পর্যায়ে অর্থাৎ টেস্ট ফেজে সীমিত সংখ্যক কিছু মানুষই এই স্মার্টগ্লাসের এআই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন। কৃত্রিম মেধা কীভাবে আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে, তার ছোট্ট একটা ঝলক এই স্মার্ট গ্লাসের মাধ্যমেই পেয়ে যেতে পারেন আপনি।

সংবাদটি পঠিত হয়েছে: ৪২৬ বার

এ সম্পর্কিত আরও খবর