সোমবার

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ


বিশেষ প্রতিবেদন

সাইবার আক্রমণের কারণে নিবন্ধন সীমিত রাখবে ডিপসিক

প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২৫, দুপুর ৩:৩১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

ডিপসিকের ওয়েবসাইট একই দিনে সার্ভার ডাউন হয়ে যায়। অ্যাপলের অ্যাপ স্টোরে যুক্তরাষ্ট্রে তাদের এআই অ্যাসিস্ট্যান্ট সেরা রেটিং পাওয়া ফ্রি অ্যাপ হিসেবে উঠে আসার পরই এই সমস্যা দেখা দেয়।

চীনা  কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) স্টার্টআপ কোম্পানি ডিপসিক সোমবার জানিয়েছে যে, বড় আকারের সাইবার আক্রমণের কারণে সাময়িকভাবে ব্যবহারকারীদের নিবন্ধন বন্ধ রাখা হবে। তবে আগের ব্যবহারকারীরা সাধারণভাবে লগইন করতে পারবেন।  

ডিপসিকের ওয়েবসাইট একই দিনে সার্ভার ডাউন হয়ে যায়। অ্যাপলের অ্যাপ স্টোরে যুক্তরাষ্ট্রে তাদের এআই অ্যাসিস্ট্যান্ট সেরা রেটিং পাওয়া ফ্রি অ্যাপ হিসেবে উঠে আসার পরই এই সমস্যা দেখা দেয়।

সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, এটি একটি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ যেটি সাম্প্রতিক সময়ে ওপেনএআই-এর চ্যাটজিপিটি, গুগলের জেমিনি এবং অন্যান্য এআই টুলগুলোকে পেছনে ফেলে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।

সোমবার প্রথমে, ডিপসিক অ্যাপল অ্যাপ স্টোরে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ফ্রি অ্যাপ হিসেবে চ্যাটজিপিটিকে হারিয়ে, নিজস্ব এআই অ্যাসিস্ট্যান্টকে শীর্ষে নিয়ে এসেছে। এর ফলে মঙ্গলবার বিশ্বের প্রযুক্তি শেয়ারের দাম কমে গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়,  ২০২৩ সালে চ্যাটজিপিটির কার্যক্রম শুরু হয় আর চীনা এআই ডিপসিক গত সপ্তাহে তার নতুন মডেল চালু করেছে।  প্রযুক্তি বিশ্লেষক এবং বিনিয়োগকারীদের মতে, এখনকার দ্রুত বদলানো এআই দুনিয়ায় পিছিয়ে পড়ার ভয় স্বাভাবিক, বিশেষ করে যখন এই বাজারের আয় আগামী দশকের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

ডিপসিক ২০২৩ সালের এপ্রিল মাসে একটি চীনা হেজ ফান্ডের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ইউনিট থেকে আলাদা হয়ে আসে। ডিপসিকের মূল লক্ষ্য বড় ভাষার মডেল তৈরি করা এবং কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) হিসেবে জনপ্রিয়তা অর্জন করা। এজিআই এমন একটি বুদ্ধিমত্তা যা মানুষের চেয়ে উন্নত বা সমান হবে এবং ওপেনএআই ও অন্যান্য কোম্পানিগুলোও এই লক্ষ্য দ্রুত অর্জন করতে চায়।

ডিপসিকের নাম গত সপ্তাহে বেশি শোনা যেতে থাকে, যখন তারা তাদের নতুন রিজয়েনিং মডেল আর আই  প্রকাশ করে। এটি ওপেন-সোর্স অর্থাৎ যে কেউ এটি ব্যবহার করতে পারবে। নতুন এআই মডেলটি অ্যাপেল অ্যাপ স্টোর ও অন্যান্য তালিকায় শীর্ষে উঠে গেছে। ব্যবহারকারীরা এর কার্যকারিতা এবং রিজয়েনিং ক্ষমতার প্রশংসা করছে।

এটি তৈরির সময় চীন থেকে চিপ রপ্তানি সীমিত করা হলেও, ডিপসিক তাদের মডেল কম খরচে তৈরি করেছে।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, এর নির্মাণ খরচ ৫.৬ মিলিয়ন মার্কিন ডলারের মতো ছিল, যা মেটার লামার তুলনায় অনেক কম।

বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এআই খাতের ভবিষ্যত নিয়ে অনেক প্রশ্ন উঠছে। যেমন বড় অংকের বিনিয়োগ সংগ্রহ ও কোম্পানির বিশাল মূল্যায়ন কি প্রয়োজন? এই খাতে কি কোনো বিপ্লব ঘটবে?

ডিপসিক-ভি৩ মডেল দ্বারা চালিত এই এআই অ্যাপ্লিকেশনটি এর নির্মাতাদের মতে, ওপেন সোর্স মডেলগুলোর মধ্যে সেরা এবং বিশ্বব্যাপী অত্যাধুনিক ক্লোজড-সোর্স মডেলের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম। ১০ জানুয়ারি এটি উন্মোচনের পর থেকে যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে বলে অ্যাপ ডেটা গবেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ার জানিয়েছে।

ডিপসিকের সাফল্য সিলিকন ভ্যালিতে গভীর প্রভাব ফেলেছে এবং মার্কিন এআই প্রাধান্যের প্রচলিত ধারণা ও চীনের এআই সক্ষমতার ওপর ওয়াশিংটনের রপ্তানি নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।

চ্যাটজিপিটি এবং ডিপসিকের মতো এআই মডেলগুলো প্রশিক্ষণের জন্য উন্নত চিপের প্রয়োজন হয়। কিন্তু বাইডেন প্রশাসন ২০২১ সাল থেকে চীনে এসব চিপ রপ্তানি বন্ধ করার জন্য বিধিনিষেধ আরোপ করেছে।

তবে, ডিপসিক গবেষকরা গত মাসে একটি গবেষণাপত্রে দাবি করেন যে, ডিপসিক-ভি৩ মডেল প্রশিক্ষণের জন্য এনভিডিয়ার এইচ৮০০ চিপ ব্যবহার করেছে এবং খরচ হয়েছে মাত্র ৬ মিলিয়ন ডলারের কম। যদিও এই দাবি বিতর্কিত, তবে তুলনামূলকভাবে কম শক্তিশালী চিপ ব্যবহার এবং স্বল্প ব্যয়ের কারণে মার্কিন প্রযুক্তি নির্বাহীরা রপ্তানি নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হয়েছেন। সূত্র: সিএনবিসি ও রয়টার্স।

সংবাদটি পঠিত হয়েছে: ১০৯ বার

এ সম্পর্কিত আরও খবর