বৃহস্পতিবার

ঢাকা, ২৭ মার্চ ২০২৫

সর্বশেষ


টেলিকম

রূপপুরের এক্সটার্নাল টেলিযোগাযোগ নেটওয়ার্ক প্রকল্প স্থগিত

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, দুপুর ১১:১৫

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে টেলিযোগাযোগ স্থাপন প্রকল্পটি বাতিল করা হয়নি। আপাতত স্থগিত করা হয়েছে। কারণ প্রকল্পটি নেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে যে, যদি কোন দুঘর্টনা ঘটে তখন যাতে পার্শ্ববর্তী জেলা ও ঢাকায় দ্রুত খবর পৌঁছানো যায়, সেজন্য এ নেটওয়ার্ক স্থাপন করা হবে। 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এক্সটার্নাল টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে কেন্দ্রের অফসাইট ও অন্যান্য সংশ্লিষ্ট স্থাপনায় আধুনিক টেলিফোন ও দ্রুতগতির ইন্টারনেট সেবা চালুর পরিকল্পন গ্রহণ করেছিলো সরকার। জাতীয় পারমাণবিক ও তেজস্ক্রিয়তা বিষয়ক ব্যবস্থাপনা কেন্দ্রের সঙ্গে বিদ্যুৎকেন্দ্র ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)কে এই কাজ দেয়ার পরিকল্পনা নিয়ে এগিয়েছিলো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। ফলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ জন্য ৯১ দশমিক শুন্য ৫ শতাংশ ব্যয় ও ২০২৬ পর্যন্ত প্রকল্প মেয়াদ বাড়িয়ে সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রস্তাবনাটি তোলা হয়েছিলো। কিন্তু সভায় প্রস্তাবিত ৬টি প্রস্তাবনার মধ্যে এই একটি প্রস্তাবই স্থগিত করা হয়েছে।

প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপার্সন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায়

অনুমোদিত প্রকল্পগুলো হলো- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন এবং ক্ষমতাবর্ধন’ প্রকল্প; শিক্ষা মন্ত্রণালয়ের ‘ক্যাপাসিটি বিল্ডিং অব ইউনির্ভাসিটি ইন বাংলাদেশ টু প্রমোট ইয়ুথ অন্টাপ্রেনরশিপ’ প্রকল্প; নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘মোংলা বন্দরে আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা’ প্রকল্প; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘চট্টগ্রাম পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প (ক্যাচমেন্ট-২ ও ৪)’ প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রজেক্ট (২য় সংশোধিত)’ প্রকল্প।

এছাড়া, ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে দুটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদিত হয়। আর অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হবে ৫ হাজার ৯১৫ কোটি টাকার বেশি। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৯৫ কোটি ৯৪ লাখ টাকা, বৈদেশিক তহবিল ৪ হাজার ৭৮৭ কোটি ৫০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩২ কোটি ৫৫ লাখ টাকা।

এনইসি কমিটি কক্ষ-১ এ সাংবাদিকদের ব্রিফকালে  স্থগিত হওয়া প্রকল্প বিষয়ে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে টেলিযোগাযোগ স্থাপন প্রকল্পটি বাতিল করা হয়নি। আপাতত স্থগিত করা হয়েছে। কারণ প্রকল্পটি নেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে যে, যদি কোন দুঘর্টনা ঘটে তখন যাতে পার্শ্ববর্তী জেলা ও ঢাকায় দ্রুত খবর পৌঁছানো যায়, সেজন্য এ নেটওয়ার্ক স্থাপন করা হবে। এর উদ্দেশ্য শুনেই আমরা ভয় পেয়েছি। তাই বিশ্বের অন্যান্য দেশে এ রকম বিদ্যুৎ প্রকল্পে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকে, সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করতে বলা হয়েছে। আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশে কেমন টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন করা দরকার -সেটি নিশ্চিত হয়েই্ প্রকল্পটি অনুমোদন দেওয়া হবে।

তিনি আরও বলেন, রূপপুর প্রকল্পটি আমরা তো বন্ধ করতে পারবো না। এটি হয়েই গেছে, এখন শেষ করতে হবে। কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা যাতে নিশ্চিত হয় সেদিকে নজর দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এক্সটার্নাল টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। ব্যয় হবে ৩৭৮ কোটি ৮৪ লাখ টাকা।  সরকারের নিজস্ব অর্থায়নে প্রকল্পের আওতায় স্থানীয় ও বৈদেশিক পরামর্শ সেবা ক্রয়, টেলিযোগাযোগ সরঞ্জাম, প্রশিক্ষণ, ৮টি গাড়ি ভাড়া ও ৩টি গাড়ি কেনা হবে। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে। পাবনার ঈশ্বরদী উপজেলা, ঢাকা এবং বাংলাদেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সংশ্লিষ্ট জেলাজুড়ে বাস্তবায়িত হবে প্রকল্পটি।

জানা গেছে, প্রকল্পের আওতায় ৩৭০ কিলোমিটার রাস্তা কাটার ক্ষতিপূরণও দেওয়া হবে। আট বছরের অগ্রিম পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত ব্যবস্থাপনা ব্যয় সংরক্ষণ করা হবে। অপটিক্যাল ফাইবার লিজ (রেলওয়ে, পিজিসিবি, বিটিসিএল, স্যাটেলাইট চ্যানেল লিজ) সংক্রান্ত ব্যবস্থাপনা ব্যয়ও নির্বাহ করা হবে।

পরিকল্পনা কমিশন জানিয়েছে, প্রকল্পটি ২০২১-২২ অর্থবছরের আরএডিপিতে বরাদ্দবিহীনভাবে অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত ছিল। গত ২২ মার্চ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এটি অনুমোদন পায়।

সংবাদটি পঠিত হয়েছে: ১০৩ বার

এ সম্পর্কিত আরও খবর