১৮ ঘন্টা আগে
১৯ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত এবং ব্যবসায়িক ক্ষেত্রে শিক্ষার্থী পরিচালিত উদ্ভাবন এবং পারস্পরিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়া, ভবিষ্যত প্রজন্মের নেতৃত্ব ও উদ্ভাবকদের অনুপ্রাণিত করতে অনুষ্ঠিত হয় এই সম্মেলন।
রোবটিক, অটোমেশন এবং এআই নিয়ে গবেষণায় আন্তর্জাতিক সম্মাননা পেলো বাংলাদেশের ইনসিগনিয়া টিম। গবেষণায় বিশেষ অবদান রাখায় দলটিকে ছয় হাজার (৬০০০) সৌদি রিয়ালের নগদ পুরস্কার দেওয়া হয়েছে।
এই দলের সদস্যরা হলেন নটরডেম কলেজের শিক্ষার্থী মিসবাহ উদ্দিন ইনান ও আবরার শহীদ, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী আরেফিন আনোয়ার এবং একাডেমিয়া ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী রাফিদ আহমেদ।
তাদের গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে দলের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন।
সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভারসিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলসে অনুষ্ঠিত গ্লোবাল স্টুডেন্টস রিসার্চ কনফারেন্স, ২০২৫ এ কনফারেন্সের সর্বকনিষ্ঠ গবেষক দল হিসেবে এই সম্মাননা পেয়েছে দলটি।
৪-৬ ফেব্রুয়ারি প্রথমবারের মতো অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিন, বৃহস্পতিবার আরামকো ডিজিটালের পক্ষ থেকে দলটির সদস্যদের হাতে পুরস্কারের ডামি চেক তুলে দেয়া হয়।
বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত এবং ব্যবসায়িক ক্ষেত্রে শিক্ষার্থী পরিচালিত উদ্ভাবন এবং পারস্পরিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়া, ভবিষ্যত প্রজন্মের নেতৃত্ব ও উদ্ভাবকদের অনুপ্রাণিত করতে অনুষ্ঠিত হয় এই সম্মেলন।
পুরস্কৃত বাংলাদেশ দলের সবাই একাদশ শ্রেণীর শিক্ষার্থী। এই দলের শিক্ষার্থীরাই গতবছর আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক অর্জন করেন।
বিশ্বের ২৫টি দেশের প্রায় ১৫০০ গবেষণা থেকে প্রাথমিক পর্যায়ে নির্বাচিত করা হয় ৩০০টি গবেষণা। সেখান থেকে ৬টি বিভাগে দেওয়া হয় ৬টি পুরস্কার। এর মধ্যে Smart Systems, Robotics, Automation, and AI ক্যাটাগরি থেকে পুরস্কারের জন্য মনোনীত হয় বাংলাদেশের সংশ্লিষ্ট গবেষণার কাজটি।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...