বৃহস্পতিবার

ঢাকা, ১০ অক্টোবর ২০২৪

সর্বশেষ


খবর

রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্বের নিবন্ধন চলছে

প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ৩:২০

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

২০১৮ সাল থেকে প্রতিবছরই আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল অংশগ্রহণ করছে ও প্রতিবছরই বাংলাদেশের জন্য স্বর্ণপদক অর্জন করছে। 

শিশু-কিশোরদের রোবোটিকসে আগ্রহী করে তুলতে ১৯৯৯ সাল থেকে আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড। এরই ধারাবাহিকতায় আগামী ২৭-২৮ সেপ্টেম্বর বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে ঢাকায়।

এতে ৭-১৮ বছর বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প আয়োজন করা হয়। অংশগ্রহণকারীর মধ্য থেকে সেরাদের নিয়ে বাংলাদেশ দল গঠন করা হয়। এরা আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নেয়।

২০১৮ সাল থেকে প্রতিবছরই আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল অংশগ্রহণ করছে ও প্রতিবছরই বাংলাদেশের জন্য স্বর্ণপদক অর্জন করছে। ২০২৪ সালের জানুয়ারি মাসে গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল তিনটি সোনা, ছয়টি রুপা, চারটি ব্রোঞ্জ ও দুটি কারিগরি পদক অর্জন করে।

এ বছর ক্রিয়েটিভ ক্যাটাগরি, ক্রিয়েটিভ মুভি ও ফিজিক্যাল কম্পিউটিংয়ে তিনটি ভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি হবে। এ বছরের রোবট অলিম্পিয়াডের মূল থিম ‘Future Marine City Busan: Industry, Tourism, Culture’।

অলিম্পিয়াডের বিষয়ে বিস্তারিত দেখতে ও নিবন্ধন করতে হবে এই ওয়েবসাইটে

এবার ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে ১৭-২১ জানুয়ারি ২০২৫।

সংবাদটি পঠিত হয়েছে: ৪৫ বার

এ সম্পর্কিত আরও খবর