শনিবার

ঢাকা, ১৫ মার্চ ২০২৫

সর্বশেষ


সফটওয়্যার

রোবট নিয়ন্ত্রণ করবে মাইক্রোসফটের এআই টুল ‘ম্যাগমা’

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১২:২২

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এই এআই মডেল একই সঙ্গে ভাষা ও ছবি বিশ্লেষণ করতে পারে এবং সফটওয়্যার ও যন্ত্রপাতি স্বয়ংক্রিয়ভাবে চালাতে সক্ষম। এটি শুধু নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেওয়া বা একটি নির্দিষ্ট নির্দেশ অনুসরণ করাই নয়, বরং নিজেই পরিকল্পনা তৈরি করে ধাপে ধাপে জটিল কাজ সম্পন্ন করতে পারে।

মাইক্রোসফটের নতুন এআই টুল ‘ম্যাগমা’ সফটওয়্যার চালাতে ও রোবট নিয়ন্ত্রণ করতে সক্ষম। এটি ভাষা, ছবি ও ভিডিও একসঙ্গে বিশ্লেষণ করতে পারে এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে কাজ সম্পন্ন করতে পারে। সাধারণ মাল্টিমোডাল এআই প্রযুক্তির মতো আলাদা মডেলের ওপর নির্ভর না করে, ম্যাগমা এককভাবে সবকিছু পরিচালনা করতে পারে।

রবিবার ইন্ডিয়াটুডের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, এই এআই মডেল একই সঙ্গে ভাষা ও ছবি বিশ্লেষণ করতে পারে এবং সফটওয়্যার ও যন্ত্রপাতি স্বয়ংক্রিয়ভাবে চালাতে সক্ষম। এটি শুধু নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেওয়া বা একটি নির্দিষ্ট নির্দেশ অনুসরণ করাই নয়, বরং নিজেই পরিকল্পনা তৈরি করে ধাপে ধাপে জটিল কাজ সম্পন্ন করতে পারে। ফলে এটি বিভিন্ন ক্ষেত্রে যেমন উৎপাদন, রোবোটিকস ও স্বয়ংক্রিয় প্রযুক্তিতে বড় পরিবর্তন আনতে পারে।

ম্যাগমার উন্নয়নে মাইক্রোসফটের সঙ্গে কাজ করেছে কোরিয়ার কোরিয়ান অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড, ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসন ও ইউনিভার্সিটি অব ওয়াশিংটন।

গবেষকদের মতে, ম্যাগমা কোনো নির্দিষ্ট কাজের জন্য নিজেই পরিকল্পনা তৈরি করে এবং তা সফলভাবে সম্পন্ন করতে পারে। এটি লেখা ও ছবি বিশ্লেষণ করে জটিল কাজ করতে পারে, যা বাস্তব ও ভার্চ্যুয়াল দুই ক্ষেত্রেই কাজে লাগবে। এর মাধ্যমে উৎপাদন, চিকিৎসা, রোবট পরিচালনা ও স্বয়ংক্রিয় প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ উন্নতি আসবে। সূত্র: ইন্ডিয়াটুডে

সংবাদটি পঠিত হয়েছে: ৮৮ বার

এ সম্পর্কিত আরও খবর