রবিবার

ঢাকা, ২০ এপ্রিল ২০২৫

সর্বশেষ


গ্যাজেট

রিয়েলমি’র বোলিং উইথ আ স্প্ল্যাশ ও আন্ডার ওয়াটার গেমিং চ্যালেঞ্জ

প্রকাশ: ৮ জানুয়ারী ২০২৫, দুপুর ১২:৫৪

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এরই মধ্যে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসবাংলাদেশ (ইউল্যাব) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থীরা এই বিরল অভিজ্ঞতানিয়েছে গত সপ্তাহে। ক্যাম্পাসগুলোতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা রিয়েলমি সি৭৫ ডিভাইসটিকে হ্যামার ফোন নাম স্বীকৃতি দিয়েছে।

রাজধানীর দুইটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নিজেদের সর্বশেষ ডিভাইস পানিরোধী প্রযুক্তির রিয়েলমি সি৭৫ নিয়ে বোলিং উইথ আ স্প্ল্যাশ এক্টিভিটি পালন করছে মোবাইল ফোন ব্র্যান্ড রিয়েলমি। সরাসরি হ্যান্ডসেটটির স্থায়িত্ব ও পানিরোধী পারফরমেন্স দেখে বিস্মত হচ্ছেন শিক্ষার্থীরা।

শিগগিরই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ক্যাম্পাসে এই ইভেন্ট করাহবে বলে জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ কর্তৃপক্ষ।

এরই মধ্যে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসবাংলাদেশ (ইউল্যাব) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থীরা এই বিরল অভিজ্ঞতানিয়েছে গত সপ্তাহে। ক্যাম্পাসগুলোতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা রিয়েলমি সি৭৫ ডিভাইসটিকে হ্যামার ফোন নাম স্বীকৃতি দিয়েছে।

জানাগেছে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে দু’দিনের দুটি ইভেন্টে প্রতিদিন ৮০০ জনেরও বেশি শিক্ষার্থী বিভিন্ন এক্টিভিটিতে অংশ নেয় এবং ৩০০ জনেরও বেশি অংশগ্রহণকারী গেমসগুলোতে ভালো পারফরমেন্স করার জন্য রিয়েলমির পক্ষ থেকে উপহার পেয়েছে।

এরমধ্যে  বোলিং উইথ আ স্প্ল্যাশ এক্টিভিটিতে অংশ নিয়ে বল হিসেবে রিয়েলমি সি৭৫ ব্যবহার করে তা ছুঁড়ে মারে শিক্ষার্থীরা। বোতল জারের মুখে থাকা পিনে জোরালো আঘাত প্রাপ্ত হয়েও ডিভাইসটি অক্ষত থাকে। এছাড়াও  আন্ডার ওয়াটার গেমিং চ্যালেঞ্জ-এর মাধ্যমে শিক্ষার্থীদের পানির নিচেও ডিভাইসটির ত্রুটিহীন পারফরম্যান্স দেখতে পেয়েছে। এমনকি পানিতে নিমজ্জিত অবস্থায় এই ফোন দিয়ে ভিডিও গেমসও খেলেছে শিক্ষার্থীরা। আঘাত প্রতিরোধ ও পানি রোধ করার সক্ষমতা পরীক্ষাটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

সংবাদটি পঠিত হয়েছে: ৭৪ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

ব্রাদার প্রিন্টারে বৈশাখী অফার

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫
Card image

নব-প্রেরণায় ‘অপো রেনো ১৩ ৫জি’

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫