১৬ ঘন্টা আগে
১৬ ঘন্টা আগে
১৬ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
রবি’র এলিট গ্রাহকদের ‘EliteHotelX’ লিখে ১২১৩ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসের মাধ্যমে ছাড় এর বিষয়টি নিশ্চিত করবে হোটেল এক্স। গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা, রাজশাহী মহানগরের রাজপাড়া ও নরসিংদীর শেখেরচরে হোটেল এক্স এর অবস্থান।
বিলাসবহুল হোটেল এক্স-এর সেবা নিতে বিশেষ সুবিধা পাবেন মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড-এর এলিট গ্রাহকরা। রবি’র এলিট গ্রাহকদের জন্য ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেবে অভিজাত এই হোটেল। রাজশাহী, গাজীপুর ও নরসিংদীতে অবস্থিত হোটেল এক্স এ বিলাসবহুল রুম ছাড়াও আছে হল ব্যবহারসহ একাধিক সেবা।
এ সুবিধা পেতে রবি’র এলিট গ্রাহকদের ‘EliteHotelX’ লিখে ১২১৩ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসের মাধ্যমে ছাড় এর বিষয়টি নিশ্চিত করবে হোটেল এক্স। গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা, রাজশাহী মহানগরের রাজপাড়া ও নরসিংদীর শেখেরচরে হোটেল এক্স এর অবস্থান।
সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে রবি আজিয়াটা লিমিটেড ও হোটেল এক্স এর মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি’র হেড অব মার্কেটিং মো. শওকত কাদের চৌধুরী, জেনারেল ম্যানেজার (লয়ালটি প্রোগ্রাম) এ এস এম ফয়সাল এবং ম্যানেজার (পার্টনারশিপ ম্যানেজমেন্ট) তাসনিয়া আফরিন। হোটেল এক্স-এর চিফ অপারেটিং অফিসার (গ্রুপ সিওও) ওয়াহেদ আজিজুর রহমান, ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) মোরশেদ আলম ও ভাইস প্রেসিডেন্ট (অপারেশন) অ্যান্থনি পিউরিফিকেশন।
রবি’র এলিট গ্রাহকরা রুম ভাড়ার ওপর ২৫ শতাংশ, খাবার ও পানীয়র ওপর ১০ শতাংশ এবং হল বুকিংয়ে ১০ শতাংশ ছাড় পাবেন। এ ছাড়াও হোটেল এক্স-এর প্রোমোশনাল অফারে আরও ৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন তাঁরা।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...