বৃহস্পতিবার

ঢাকা, ১০ অক্টোবর ২০২৪

সর্বশেষ


গ্যাজেট

রাত ১১টায় নতুন আইফোন আনছে অ্যাপল

প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ১১:৪০

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে নতুন পণ্য ও প্রযুক্তি উন্মোচন অনুষ্ঠান করতে যাচ্ছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানটি।

প্রতিবছর সেপ্টেম্বরের জন্য অপেক্ষায় থাকেন অ্যাপলপ্রেমীরা। কারণ, এ মাসেই নতুন আইফোনসহ বিভিন্ন প্রযুক্তি ও পণ্যের ঘোষণা দিয়ে থাকে অ্যাপল। এরই ধারাবাহিকতায় সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে নতুন পণ্য ও প্রযুক্তি উন্মোচন অনুষ্ঠান করতে যাচ্ছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানটি।

ইটস গ্লো টাইম নামের এ অনুষ্ঠান আজ বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে।

বরাবরের মতোই নতুন আইফোনের মডেল ও প্রযুক্তির বিষয়ে কোনো তথ্য জানায়নি অ্যাপল। আর তাই অ্যাপলের আসতে যাওয়া নতুন প্রযুক্তি ও পণ্য নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা জল্পনাকল্পনা।

এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা না গেলেও অনুষ্ঠানে আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের নতুন চারটি আইফোনের ঘোষণা আসবে বলে জানা গেছে। এর পাশাপাশি অ্যাপল ওয়াচ ১০ সিরিজসহ এয়ারপডস ৪-এর ঘোষণা আসতে পারে। সূত্র: ইন্ডিয়া টুডে।

সংবাদটি পঠিত হয়েছে: ৬৪ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

১৯ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয় এই ফোন

প্রকাশ: ৯ অক্টোবর ২০২৪