শনিবার

ঢাকা, ১৫ মার্চ ২০২৫

সর্বশেষ


খবর

রাজধানীতে সিপিডির উদ্যোগে দুই দিনের সেমিনার চলছে

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৯:৩৪

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

দেশের অর্থনীতির সমস্যা কী, সে বিষয়ে আমরা সবাই কমবেশি অবগত। অনেক দিন ধরেই এসব নিয়ে আলোচনা হচ্ছে। তিনি নিজে অন্তত এক হাজার অনুষ্ঠানে এসব কথা বলেছেন। কিন্তু কেন সমস্যার সমাধান হয় না বা কোথায় গিয়ে সব আটকে যায়, তার ব্যাখ্যা দরকার। টাস্কফোর্সের কাছে তাঁর প্রত্যাশা ছিল, সংস্কার কেন আটকে যায়, তার ব্যাখ্যা থাকবে।

অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও সমতা-ভিত্তিক টেকসই উন্নয়নের জন্য সম্পদ সংগ্রহে কার্যকরী কৌশল তৈরির লক্ষ্যে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) রাজধানীতে দুই দিনের সম্মেলনের আয়োজন করেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘রিকমেন্ডেশনস বাই দ্য টাস্কফোর্স অন রিস্ট্র্যাটেজাইজিং দ্য ইকোনমি’  বা ‘অর্থনীতি পুনঃকৌশল সংক্রান্ত টাস্ক ফোর্সের সুপারিশসমূহ’ প্রতিপাদ্যে এই সম্মেলন শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে শেখ বশিরউদ্দীন বলেন, অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণে টাস্কফোর্স যে প্রতিবেদন দিয়েছে, তা এখনো আমি হাতে পাইনি।  

তিনি এই প্রতিবেদন হাতে পাননি এই কথা শুনে অনুষ্ঠানে টাস্কফোর্সের সভাপতি কে এ এস মুরশিদ বিস্ময় প্রকাশ করেন।  

গত ৩০ জানুয়ারি অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ-সংক্রান্ত টাস্কফোর্স সদস্যরা তাদের সাড়ে পাঁচ শ পৃষ্ঠার ওই প্রতিবেদন জমা দিয়েছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ওই সময় টাস্কফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শেখ বশিরউদ্দীন আরও বলেন, ‘বিগত সরকারের আমলে বাংলাদেশের অর্থনীতি অপরাধমূলক কর্মকাণ্ডের হাতিয়ার হয়ে উঠেছিল। ওই সময় বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। সেই ধারা থেকে বেরিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘একসময় যেভাবে তৈরি পোশাকশিল্পের বিকাশ হয়েছিল, এখন সেভাবে তা হবে না। সে কারণে তিনি ব্যবসা-বাণিজ্য ও রপ্তানি সম্প্রসারণে জোর দেন।’

অনুষ্ঠানে সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, ‘দেশের অর্থনীতির সমস্যা কী, সে বিষয়ে আমরা সবাই কমবেশি অবগত। অনেক দিন ধরেই এসব নিয়ে আলোচনা হচ্ছে। তিনি নিজে অন্তত এক হাজার অনুষ্ঠানে এসব কথা বলেছেন। কিন্তু কেন সমস্যার সমাধান হয় না বা কোথায় গিয়ে সব আটকে যায়, তার ব্যাখ্যা দরকার। টাস্কফোর্সের কাছে তাঁর প্রত্যাশা ছিল, সংস্কার কেন আটকে যায়, তার ব্যাখ্যা থাকবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইউনিলিভারের চেয়ারম্যান ও এমডি জাভেদ আখতার, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, সিপিডির ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমান, পিকার্ড বাংলাদেশ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মিস আমৃতা ইসলাম, টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মি. আবদুল্লাহ হিল রাকিব, টাস্কফোর্সের দুই সদস্য গবেষণা সংস্থা সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান ও র‍্যাপিডের চেয়ারম্যান আবদুর রাজ্জাক প্রমুখ। 

এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন দেশের নীতিনির্ধারক, রাজনৈতিক নেতা, গবেষক ও শিক্ষক, উন্নয়ন বিশেষজ্ঞ, নাগরিক সমাজের সদস্য এবং মিডিয়ার প্রতিনিধিরা।

সম্মেলনের উদ্দেশ্য হলো সমতা, সমৃদ্ধি এবং ভালো শাসন প্রতিষ্ঠার জন্য কার্যকরী পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করা। এতে আলোচিত হয়েছে টাস্ক ফোর্সের সুপারিশগুলো এবং এসব সুপারিশের ভিত্তিতে কীভাবে একটি শক্তিশালী এবং কার্যকর কর্মপরিকল্পনা তৈরি করা যায়, যা সরকারের উন্নয়ন পরিকল্পনাকে সমর্থন করবে এবং দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাবে।

সম্মেলনটির মাধ্যমে আশা করা হয়, বিভিন্ন পক্ষের মতামত ও অভিজ্ঞতার আলোকে একটি সম্মিলিত রোডম্যাপ তৈরি করা হবে, যা সমতা ও টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

সংবাদটি পঠিত হয়েছে: ১৩২ বার

এ সম্পর্কিত আরও খবর