শনিবার

ঢাকা, ১৫ মার্চ ২০২৫

সর্বশেষ


ট্রেন্ডিং

প্রযুক্তি বিশ্বে আলোচনায় নতুন এআই এজেন্ট ‘মানুস’

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, দুপুর ১১:৪১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এই মডেল উন্মুক্ত হওয়ার পর এটি বিভিন্ন প্রযুক্তিগত ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে একটি বড় অগ্রগতি।

জানুয়ারিতে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিক তাদের নতুন এআই মডেল ‘ডিপসিক এআই’ উন্মোচন করেছে। সেটি বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রেমীদের আলোচনার ‍ও আগ্রহের শীর্ষে ছিল। এরই প্রভাব শেষ হতে না হতেই চীনে এলো নতুন এআই এজেন্ট ‘মানুস’।

এই মডেল উন্মুক্ত হওয়ার পর এটি বিভিন্ন প্রযুক্তিগত ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে একটি বড় অগ্রগতি।

সম্প্রতি এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ‘মানুস’ একটি স্বয়ংক্রিয় এজেন্ট, যা মানুষের মতো যুক্তিসম্পন্ন চিন্তাভাবনা, কথোপকথন এবং সমস্যার সমাধান করতে পারে।

মনিকা নামের একটি স্টার্টআপ পরীক্ষামূলকভাবে এআই এজেন্টটি উন্মুক্ত করেছে। এআই এজেন্টটি স্বাধীনভাবে চিন্তা ও সিদ্ধান্ত নিতে সক্ষম হওয়ায় এরই মধ্যে প্রযুক্তিবিশ্বে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।  

নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, ‘মানুস’ এআই এজেন্টটি বাস্তব জীবনের যেকোনো সমস্যার সমাধান করতে সক্ষম। এটি শুধুমাত্র সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া বা তথ্য বিশ্লেষণ করতেই দক্ষ নয়, বরং জটিল পরিস্থিতিতে কার্যকর সিদ্ধান্ত গ্রহণেও সক্ষম।

বিশেষজ্ঞদের মতে, ‘মানুস’ বিভিন্ন খাতে স্বয়ংক্রিয় প্রযুক্তিগত সমাধান দিতে পারে। এটি ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের ধরন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইট তৈরি করা সম্ভব। ফলে ব্যবসা প্রতিষ্ঠান, স্টার্টআপ, এবং ব্যক্তিগত উদ্যোগগুলো সহজেই তাদের প্রয়োজন অনুযায়ী ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে পারবে।

চীনের এআই গবেষণায় ধারাবাহিক উন্নতি ও নতুন উদ্ভাবন বিশ্বের প্রযুক্তি প্রতিযোগিতায় বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ‘ডিপসিক এআই’ এবং ‘মানুস’ এজেন্ট চীনের এআই খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং বিশ্ববাজারে প্রতিযোগিতা আরও তীব্র করবে। সূত্র: বিজনেস ইনসাইডার ও ইন্ডিয়ান এক্সপ্রেস 
 

সংবাদটি পঠিত হয়েছে: ৫৫ বার

এ সম্পর্কিত আরও খবর