মঙ্গলবার

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৪

সর্বশেষ


খবর

প্রশিক্ষণ নিতে চীন গেলেন উইমেন ইন টেক প্রতিযোগিতার ৩ বিজয়ী

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ১০:৫১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

 উইমেন ইন টেক প্রতিযোগিতায় বিজয়ী সুমাইয়া তারিক এসবিআইটি লিমিটেডের একজন ডিজাইন ভেরিফিকেশন ইঞ্জিনিয়ার। মাহমুদা নাঈম ফোরওয়ার্ন বাংলাদেশের গবেষক ও সমন্বয়কারী এবং সাফরিনা কবির ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থী।

তথ্যপ্রযুক্তি খাতের সঙ্গে যুক্ত নারীদের নিয়ে আয়োজিত ‘উইমেন ইন টেক’ প্রতিযোগিতায় বিজয়ী তিন নারী আট দিনের সফরে চীনে গেছেন। সফরকালে তাঁরা ইন্টারন্যাশনাল ডিজিটাল এনার্জি এক্সপোতে (আইডিইই) অংশ নেওয়ার পাশাপাশি চীনের টেলিযোগাযোগ প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান কার্যালয় ও ডঙ্গুয়ান ক্যাম্পাসে প্রশিক্ষণ নেবেন।

এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিযোগিতায় আয়োজক প্রতিষ্ঠান হুয়াওয়ে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উইমেন ইন টেক প্রতিযোগিতায় বিজয়ী সুমাইয়া তারিক এসবিআইটি লিমিটেডের একজন ডিজাইন ভেরিফিকেশন ইঞ্জিনিয়ার। মাহমুদা নাঈম ফোরওয়ার্ন বাংলাদেশের গবেষক ও সমন্বয়কারী এবং সাফরিনা কবির ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থী।

হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান জুনফেং বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রমাণ করার মতো বিশ্বমানের প্রতিভা বাংলাদেশের নারীদের রয়েছে। উইমেন ইন টেক বিজয়ীদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতে হুয়াওয়ে প্রতিশ্রুতিবদ্ধ।’

গত বছর প্রথমবারের মতো ‘টেক ফর হার, টেক বাই হার, টেক উইথ হার’ প্রতিপাদ্যে বাংলাদেশে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। এই উদ্যোগে হুয়াওয়ের কৌশলগত সহযোগী ছিল ইউনেসকো। প্রতিযোগিতা ৭৫০ জন অংশগ্রহণকারীর মধ্য থেকে সেরা তিন বিজয়ীকে নির্বাচন করা হয়।

সংবাদটি পঠিত হয়েছে: ৬৮ বার

এ সম্পর্কিত আরও খবর