১৩ ঘন্টা আগে
১৪ ঘন্টা আগে
১৪ ঘন্টা আগে
১৪ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
চ্যাটজিপিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ছবি তৈরির টুল ডাল-ই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মুরাতি। গত বছর স্যাম অল্টম্যানকে বরখাস্ত করার পর কিছুদিনের জন্য ভারপ্রাপ্ত সিইও হিসেবে কাজ করেছিলেন তিনি।
ওপেনএআইয়ের সঙ্গে ছয় বছরের বেশি সময় ধরে কাজ করার পর বুধবার কোম্পানি থেকে পদত্যাগের ঘোষণা দেন প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মিরা মুরাতি। এই ঘোষণার কয়েক ঘণ্টা পর প্রধান গবেষণা অফিসার বব ম্যাকগ্রু ও গবেষণার ভাইস প্রেসিডেন্ট ব্যারেট জোফও পদত্যাগ করেছেন।
চ্যাটজিপিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ছবি তৈরির টুল ডাল-ই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মুরাতি। গত বছর স্যাম অল্টম্যানকে বরখাস্ত করার পর কিছুদিনের জন্য ভারপ্রাপ্ত সিইও হিসেবে কাজ করেছিলেন তিনি।
স্যাম অল্টম্যান তাঁর পোস্টে বলেন, ‘মিরা, বব ও ব্যারেট স্বাধীন ও শান্তিপূর্ণভাবে সিদ্ধান্তগুলো নিয়েছেন। তবে মিরার এই সিদ্ধান্তের সময়সীমা যুক্তিযুক্ত ছিল, যার মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে নেতৃত্ব মসৃণভাবে হস্তান্তর করতে পারি।’
তিনি বলেন, ‘গবেষণার ভাইস প্রেসিডেন্ট মার্ক চেনকে ওপেনএআইয়ের নতুন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) হিসেবে পদোন্নতি দেওয়া হচ্ছে এবং প্রধান বিজ্ঞানী জাকুব পাচোস্কির সঙ্গে তিনি কোম্পানির গবেষণা সংগঠন পরিচালনা করবেন।’
আগের নিরাপত্তার প্রধান ম্যাট নাইট ওপেনএআইয়ের প্রধান তথ্য নিরাপত্তা অফিসার (সিআইএসও) হবেন। আর প্রধান পণ্য অফিসার (সিপিও) কেভিন ওয়াইল এবং গবেষণা ভাইস প্রেসিডেন্ট শ্রীনিবাস নারায়ণ ওপেনএআইয়ের অ্যাপ্লাইড টিমের নেতৃত্ব দিতে থাকবেন। এই দল কোম্পানির প্রযুক্তিকে উদ্যোগ এবং গ্রাহক উভয়ের কাছে পৌঁছে দিতে কাজ করে।
নেতৃত্বের পরিবর্তনগুলো শুধু ব্যবসার স্বাভাবিক গতিপ্রকৃতি বলে অল্টম্যান কর্মী ও আগ্রহীদের নিশ্চয়তা দিতে চেষ্টা করেন। তিনি বলেন, ‘নেতৃত্বের পরিবর্তনগুলো কোম্পানির জন্য একটি স্বাভাবিক অংশ, বিশেষত এমন কোম্পানির জন্য, যা দ্রুত বাড়ে এবং অত্যন্ত চাপের মধ্যে থাকে।’
ওপেনএআইয়ের পদত্যাগকারী নির্বাহী কর্মকর্তারা প্রকাশ্যে বলছেন যে, তারা সৌহার্দ্যপূর্ণভাবে কোম্পানিটি ছেড়েছেন। তবে এগুলো এমন সময় ঘটেছে, যখন ওপেনএআই অলাভজন কোম্পানি থেকে লাভজনক প্রতিষ্ঠানে পরিবর্তনের পরিকল্পনা করছেন। যেখানে অল্টম্যান ৭ শতাংশ মালিকানা শেয়ার পাবেন।
ম্যাকগ্রু, জোফ এবং মুরাতি হলেন ওপেনএআই থেকে পদত্যাগ করা সর্বশেষ শীর্ষ নির্বাহী। উল্লেখযোগ্য গবেষণা বিজ্ঞানী আন্দ্রেই কারপাথি গত ফেব্রুয়ারিতে ওপেনএআই ছাড়েন। সুতস্কেভার এবং সাবেক নিরাপত্তা নেতা জন লাইকে গত মে মাসে পদত্যাগের ঘোষণা দেন।
সহপ্রতিষ্ঠাতা জন শুলম্যান গত মাসে বলেন, ‘তিনি প্রতিযোগী কোম্পানি অ্যানথ্রোপিকে যোগ দিতে যাচ্ছেন। এদিকে, ওপেনএআইয়ের প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান বছরের শেষ পর্যন্ত দীর্ঘ ছুটিতে রয়েছেন।’
২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠায় সাহায্যকারী ১৩ জনের মধ্যে শুধুমাত্র তিনজন এখন রয়েছেন। সূত্র: টেকক্রাঞ্চ, দ্য ভার্জ
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...