মঙ্গলবার

ঢাকা, ৮ জুলাই ২০২৫

সর্বশেষ


খবর

পদোন্নতি পেয়ে আইসিটি সচিব হলেন শীষ হায়দার চৌধুরী

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ৪:১৪

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন শীষ হায়দার চৌধুরী। গত বছরের ১৩ মে ১১৭ কর্মকর্তার সঙ্গে তিনি অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন হয়েছিলেন।

অতিরিক্ত সচিব শীষ হায়দার চৌধুরীকে পদোন্নতি দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন শীষ হায়দার চৌধুরী। গত বছরের ১৩ মে ১১৭ কর্মকর্তার সঙ্গে তিনি অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন হয়েছিলেন।

এ অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে শনিবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে পদায়ন করা হয়েছে।

গত ১২ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিনকে ওএসডি করা হয়।

কর্মজীবনে শীষ হায়দার চৌধুরী ২০০৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত অতিরিক্ত মহা হিসাবরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

সংবাদটি পঠিত হয়েছে: ২৩১ বার

এ সম্পর্কিত আরও খবর