ছবি: সংগৃহীত
আইফোন ১৭ এয়ার হবে অ্যাপলের তৈরি সবচেয়ে পাতলা স্মার্টফোনগুলোর একটি। এর পুরুত্ব মাত্র ৫ থেকে ৬ মিমি হতে পারে, যা বর্তমান আইফোন ১৬-এর ৭.৮ মিমি এবং আইফোন ১৬ প্রো-এর ৮.২৫ মিমি পুরুত্বের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
অ্যাপল সম্ভবত ২০২৫ সালে ‘আইফোন ১৭ এয়ার’ নামে একটি নতুন মডেল উন্মোচন করতে যাচ্ছে, যা আইফোন ১৬ প্লাস মডেলের পরিবর্তে আসবে বলে গুঞ্জন রয়েছে। আইফোন ১৬ প্লাসের কম বিক্রিই এই সিদ্ধান্তের পেছনের মূল কারণ বলে মনে করা হচ্ছে।
সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, আইফোন ১৭ এয়ার হবে অ্যাপলের তৈরি সবচেয়ে পাতলা স্মার্টফোনগুলোর একটি। এর পুরুত্ব মাত্র ৫ থেকে ৬ মিমি হতে পারে, যা বর্তমান আইফোন ১৬-এর ৭.৮ মিমি এবং আইফোন ১৬ প্রো-এর ৮.২৫ মিমি পুরুত্বের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এমনকি এটি ৬.১ মিমি পুরু আইপ্যাড এয়ারকেও ছাড়িয়ে যাবে এবং অ্যাপলের নতুন আইপ্যাড প্রোর (৫.১ মিমি) সমান পাতলা হতে পারে।
ডিজাইনে এই অসাধারণ পাতলাতা ধরে রাখতে অ্যাপল কিছু ফিচার বাদ দেওয়ার পরিকল্পনা করেছে। আইফোন ১৭ এয়ারে থাকবে না ফিজিক্যাল সিম কার্ড স্লট, এবং এর একটি মাত্র স্পিকার একইসঙ্গে ইয়ারপিস হিসেবে কাজ করবে। এতে ব্যবহৃত হবে অ্যাপলের নতুন ডিজাইন করা শক্তি সাশ্রয়ী মডেম, যা আকারে ছোট হলেও এমএমওয়েভ সমর্থন করবে না এবং কোয়ালকম মডেমের তুলনায় ডেটার গতি কিছুটা কম হতে পারে। ডিভাইসটিকে পাতলা রাখার জন্য এতে ছোট ব্যাটারি ব্যবহৃত হবে, যা বর্তমান আইফোন ১৬-এর ৩,৫৬১ এমএএইচ ব্যাটারির তুলনায় কম ক্ষমতার হবে।
নতুন আইফোন ১৭ এয়ারে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে, অ্যালুমিনিয়াম ফ্রেম, এ১৯ চিপ, এবং ফেস আইডি প্রযুক্তি থাকবে। এর ডায়নামিক আইল্যান্ড ফিচারের পাশাপাশি ৪৮ মেগাপিক্সেলের একক রিয়ার ক্যামেরা এবং ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকার কথা রয়েছে। এছাড়া, ডিভাইসটিতে ৮ জিবি র্যাম যুক্ত করা হতে পারে।
২০২৫ সালের সেপ্টেম্বরে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, এবং আইফোন ১৭ প্রো ম্যাক্সের সঙ্গে আইফোন ১৭ এয়ার উন্মোচন করা হতে পারে। এর পাতলা ও আধুনিক ডিজাইন স্মার্টফোন বাজারে নতুন মানদণ্ড স্থাপন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: সিএনএন ও জিএসএম এরিনা।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...