মঙ্গলবার

ঢাকা, ৩ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ


খবর

পার্টনারদের সঙ্গে মিলন মেলা করল গিগাবাইট

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, দুপুর ১০:৪১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

 গিগাবাইট বিশ্বের অন্যতম শীর্ষ মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড ও হার্ডওয়্যার সল্যুশন উৎপাদক প্রতিষ্ঠান, যার দেশের বাজারে পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

সাগর কন্যা কক্সবাজারের ইনানি সৈকতের ডেরা রিসোর্টে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘গিগাবাইট পার্টনার মিট ২০২৪’। অনুষ্ঠানে গিগাবাইটের নতুন পণ্য ও অফার সম্পর্কে আলোচনা করা হয় এবং পার্টনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ডিস্ট্রিবিউশন বিজনেস পরিচালক জাফর আহমেদ।

এসময় তিনি বলেন, “ব্যবসার ক্ষেত্রে যুগের সাথে তাল মিলিয়ে মাল্টিলেভেল ব্যবসার দিকে মনোযোগ দেওয়া জরুরি।”

গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান এবং গিগাবাইট প্রোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরীসহ গিগাবাইটের দীর্ঘদিনের পার্টনাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তব্যে খাজা মো. আনাস খান বলেন, ‘২৮ বছর ধরে আমরা সম্মানিত পার্টনারদের সঙ্গে কাজ করছি এবং তাদের সর্বদা মূল্যায়ন করছি।’

প্রসঙ্গত, গিগাবাইট বিশ্বের অন্যতম শীর্ষ মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড ও হার্ডওয়্যার সল্যুশন উৎপাদক প্রতিষ্ঠান, যার দেশের বাজারে পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

সংবাদটি পঠিত হয়েছে: ৫০ বার

এ সম্পর্কিত আরও খবর