১৬ ঘন্টা আগে
১৬ ঘন্টা আগে
১৬ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
মিটআপে ল্যাপটপ, মাদারবোর্ড, কেসিং, মনিটর, গেইমিং এআই ল্যাপটপ, কুলার, পাওয়ার সাইপ্লাই, গেমিং চেয়ার ইত্যাদি পণ্য প্রদর্শনী করা হয়।
ব্যবসায় পার্টনারদের নিয়ে রাজধানী ঢাকার একটি হোটেলে বৃহস্পতিবার রাতে নিজেদের গেমিং সিরিজ অরাস-এর দশ বছর পূর্তি উদযাপন করেছে গিগাবাইট বাংলাদেশ।
উৎসবে আইডিবি, এলিফেন্ট রোড, মাল্টিপ্লান ছাড়াও উত্তরা, মতিঝিলের পার্টনারদের পাশাপাশি খাত সংশ্লিষ্ট বেশ কয়েকজন ব্যাবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
গিগাবাইট বাংলাদেশের কন্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খানের সঞ্চালনায় মিটআপে ল্যাপটপ, মাদারবোর্ড, কেসিং, মনিটর, গেইমিং এআই ল্যাপটপ, কুলার, পাওয়ার সাইপ্লাই, গেমিং চেয়ার ইত্যাদি পণ্য প্রদর্শনী করা হয়।
অনুষ্ঠানে গিগাবাইটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডেপুটি ম্যানেজার এলান সু, স্মার্ট টেকনোলজিস ব্যবস্থাপনা পরিচালক ও বিসিএস-এর আহ্বায়ক জহিরুল ইসলাম, পরিচালক জাফর আহমেদ বক্তব্য দেন।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...