মঙ্গলবার

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৪

সর্বশেষ


গ্যাজেট

পার্টনারদের নিয়ে অরাসের ১০ বছর পূর্তি উদযাপন করল গিগাবাইট

প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ১১:৪১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

মিটআপে ল্যাপটপ, মাদারবোর্ড, কেসিং, মনিটর, গেইমিং এআই ল্যাপটপ, কুলার, পাওয়ার সাইপ্লাই, গেমিং চেয়ার ইত্যাদি পণ্য প্রদর্শনী করা হয়।

ব্যবসায় পার্টনারদের নিয়ে রাজধানী ঢাকার একটি হোটেলে বৃহস্পতিবার রাতে নিজেদের গেমিং সিরিজ অরাস-এর দশ বছর পূর্তি উদযাপন করেছে গিগাবাইট বাংলাদেশ।

উৎসবে আইডিবি, এলিফেন্ট রোড, মাল্টিপ্লান ছাড়াও উত্তরা, মতিঝিলের পার্টনারদের পাশাপাশি খাত সংশ্লিষ্ট বেশ কয়েকজন ব্যাবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

গিগাবাইট বাংলাদেশের কন্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খানের সঞ্চালনায় মিটআপে ল্যাপটপ, মাদারবোর্ড, কেসিং, মনিটর, গেইমিং এআই ল্যাপটপ, কুলার, পাওয়ার সাইপ্লাই, গেমিং চেয়ার ইত্যাদি পণ্য প্রদর্শনী করা হয়।

অনুষ্ঠানে গিগাবাইটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডেপুটি ম্যানেজার এলান সু, স্মার্ট টেকনোলজিস ব্যবস্থাপনা পরিচালক ও বিসিএস-এর আহ্বায়ক জহিরুল ইসলাম, পরিচালক জাফর আহমেদ বক্তব্য দেন।

সংবাদটি পঠিত হয়েছে: ৫৫ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

ইউগ্রিন রোবোটিক মোবাইলফোন চার্জার

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪