শনিবার

ঢাকা, ৯ নভেম্বর ২০২৪

সর্বশেষ


খবর

পাইপে লিক শনাক্তে ড্রোন ব্যবহার করছে পানি কোম্পানি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, দুপুর ১:৪১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের পানি কোম্পানি সেভার্ন ট্রেন্ট-এর জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেছেন, এই ড্রোন প্রযুক্তিটি আগেই লিক শনাক্ত করতে পারে। যার মানে, মাঠ পর্যায়ে কোথাও লিকের শঙ্কা থাকলে এর জন্য অতিরিক্ত কী কী প্রয়োজন তা দ্রুতই খুঁজে বের করতে পারবেন কোম্পানির কর্মীরা।

বিশাল আকারের সরবরাহ পাইপে লিক এবং এ থেকে বন্যার ক্ষয়ক্ষতি শনাক্তে ড্রোন ব্যবহার করছে যুক্তরাজ্যের এক পানি কোম্পানি। ফলে প্রতি বছর কোম্পানিটির সাশ্রয় হচ্ছে লাখ লাখ পাউন্ড।

যুক্তরাজ্যের পানি কোম্পানি সেভার্ন ট্রেন্ট-এর জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেছেন, এই ড্রোন প্রযুক্তিটি আগেই লিক শনাক্ত করতে পারে। যার মানে, মাঠ পর্যায়ে কোথাও লিকের শঙ্কা থাকলে এর জন্য অতিরিক্ত কী কী প্রয়োজন তা দ্রুতই খুঁজে বের করতে পারবেন কোম্পানির কর্মীরা।

এসব ড্রোনে লাগানো হয়েছে থার্মাল ইমেজিং কৌশল। এটি এমন এক কৌশল, যা কোনও বস্তুর দৃশ্যমান ছবি তৈরিতে ইনফ্রারেড রশ্মি ব্যবহার করে। কোনও ভূমিতে তাপমাত্রা কমে গেলে তা শনাক্ত করতে পারে এই ড্রোন, যার অর্থ ওই অংশে মাটির নীচের পানির পাইপে লিক হয়েছে।

কোম্পানিটির ড্রোন বিভাগের প্রধান ডানকান টার্নার বলেন, পানির এসব লিক যদি আমরা দ্রুত খুঁজে বের করতে ও ঠেকাতে পারি তবে তা গ্রাহকদেরই উপকারে আসে।

২০২৫ সালের মধ্যে লিকেজ ১৫ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ সেভার্ন ট্রেন্ট। একইসঙ্গে কোম্পানিটি ২০৪৫ সালের মধ্যে নিজেদের নেটওয়ার্কের মাধ্যমে অপচয় হওয়া পানির পরিমাণ অর্ধেকে নামিয়ে আনারও লক্ষ্য নিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

কোম্পানির ড্রোন নিরাপত্তা কর্মকর্তা জনি বেভান বলেছেন, আগে ছয় কিলোমিটার দীর্ঘ একটি পাইপলাইনে লিক শনাক্ত করতে আমাদের বিভিন্ন দলের কিছুটা সময় লাগত। তবে ড্রোনের সাহায্যে এই সময়কে কয়েক ঘণ্টায় কমিয়ে আনতে পেরেছি আমরা।

ফ্লাইবিলিটি এলিওস, ম্যাট্রিস ৩০০ ও ইন্সপায়ার ২ মডেলের বিভিন্ন ড্রোন ব্যবহার করেছে কোম্পানিটি।সূত্র: বিবিসি।

সংবাদটি পঠিত হয়েছে: ৫৫ বার

এ সম্পর্কিত আরও খবর