ছবি: সংগৃহীত
রাইজআপ ল্যাবস শুরু থেকেই বিশ্বমানের আইটি সেবা ও টেকনোলজি সমাধান প্রদানকারী কোম্পানি। বিগত বছরজুড়ে আমরা স্থানীয় এবং আন্তর্জাতিক ক্লায়েন্টদের সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে টেক খাতে নিজেদের প্রতিষ্ঠিত করেছি।
চলতি বছরে অ্যাসোসিও পুরস্কার তালিকার প্রধান ক্যাটাগরি “আউটস্ট্যান্ডিং টেক কোম্পানি”-তে অ্যাসোসিও ডিএক্স (ASOCIO DX 2024) পুরস্কার অর্জন করেছে বাংলাদেশি টেক কোম্পানি রাইজআপ ল্যাবস।
এই ক্যাটাগরিতে এ বছর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৯টি দেশ থেকে মোট ১২টি কোম্পানিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) গণমাধ্যমকে এই সংবাদ জানিয়েছেন রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও এরশাদুল হক।
পুরস্কার জয়ে উচ্ছ্বসিত এরশাদুল হক বলেন, “এ পুরস্কার বিজয়ী হয়ে আমরা সত্যিই আনন্দিত। এটি শুধু রাইজআপ ল্যাবসের অর্জন নয়; এই পুরস্কারটি দেশের অর্জন”।
তিনি আরও বলেন, “রাইজআপ ল্যাবস শুরু থেকেই বিশ্বমানের আইটি সেবা ও টেকনোলজি সমাধান প্রদানকারী কোম্পানি। বিগত বছরজুড়ে আমরা স্থানীয় এবং আন্তর্জাতিক ক্লায়েন্টদের সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে টেক খাতে নিজেদের প্রতিষ্ঠিত করেছি। আমাদের ওয়েব ৩.০, অটোমেশন, ডেটা অ্যানালিটিক্স, ইন্টারনেট অব থিংস (আইওটি), ক্লাউড কম্পিউটিং, গেম ডেভেলপমেন্ট এর মতো উদীয়মান প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিশেষজ্ঞতা রয়েছে।’’
এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) হলো এশিয়া-প্যাসিফিক অঞ্চলের একটি ২৪-সদস্য বিশিষ্ট আইসিটি ফেডারেশন। ১৯৮৪ সালে যাত্রা শুরু করা এই আন্তর্জাতিক আইসিটি বাণিজ্য সংস্থার বর্তমানে সদস্য বাংলাদেশ, ভারত, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনামসহ ২৪টি দেশ। প্রযুক্তির অগ্রগতিতে কোম্পানিগুলোর নেতৃত্ব এবং টেক খাতে তাদের অবদানের যথাযথ স্বীকৃতি দিতে ১০টি ক্যাটাগরিতে অ্যাসোসিও ডিএক্স পুরস্কার প্রদান করা হয়।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...