মঙ্গলবার

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৪

সর্বশেষ


গ্যাজেট

অ্যাপলপ্রেমীদের জন্য সুখবর

প্রকাশ: ১ অক্টোবর ২০২৪, দুপুর ৩:৩১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

আগামী বছরই সাশ্রয়ীমূল্যের মডেলটি বাজারে আসতে পারে। তবে অভ্যন্তরীণ সূত্র থেকে জে৫৯৫ বাজারজাতের সময়ের বিষয়ে কিছু জানা যায়নি। দুটি ডিসপ্লেই অ্যাপলের নতুন হোমওএসে চলবে বলে গুঞ্জন রয়েছে।

অ্যামাজনের ইকো ও গুগল নেস্টের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য দীর্ঘ সময় ধরে স্মার্ট ডিসপ্লে তৈরিতে কাজ করছে অ্যাপল। সম্প্রতি পাওয়া তথ্যানুযায়ী, আগামী বছর এ ডিভাইস প্রকাশ্যে আসতে পারে। এতে অপারেটিং সিস্টেম হিসেবে হোমওএস থাকবে।

ব্লুমবার্গের প্রযুক্তি সাংবাদিক মার্ক গুরম্যান সূত্রে এ তথ্য জানা গেছে। তার দাবি, অ্যাপল একটি নয় দুটি স্মার্ট ডিসপ্লে নিয়ে কাজ করছে। প্রতিটি ডিসপ্লেই আলাদাভাবে ব্যবহারকারীর বাসায় এআই স্মার্ট ফিচার ব্যবহারের সুবিধা পাবে।

ফাঁস হওয়া তথ্যানুযায়ী, প্রথম মডেলটি কোড নেস জে৫৯৫ নামে রয়েছে এবং দুটির মধ্যে প্রিমিয়াম হিসেবে থাকবে। গুরম্যান আগে জানিয়েছিলেন, এ মডেলটি রোবোটিক আর্মসহ আসবে এবং চাইলে ভালো ভিউয়িং অভিজ্ঞতার জন্য যেকোনো দিকে ঘুরানো যাবে।

অন্যদিকে দ্বিতীয় ডিভাইসটি জে৪৯০ কোড নেমে লিস্টে রয়েছে। আগের মডেলের তুলনায় এটি আরো সাশ্রয়ীমূল্যের হবে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, এ ডিসপ্লে মূলত ক্যালেন্ডার, নোট ও হোমের মতো অ্যাপ চালানোর জন্য ব্যবহার করা হবে। এছাড়াও ঘরে থাকা অন্যান্য যন্ত্রপাতি নিয়ন্ত্রণ ও তথ্য দেখার জন্য এতে অপ্টিমাইজড ইন্টারফেসও থাকবে বলে জানা গেছে।

গুরম্যানের তথ্যানুযায়ী, আগামী বছরই সাশ্রয়ীমূল্যের মডেলটি বাজারে আসতে পারে। তবে অভ্যন্তরীণ সূত্র থেকে জে৫৯৫ বাজারজাতের সময়ের বিষয়ে কিছু জানা যায়নি। দুটি ডিসপ্লেই অ্যাপলের নতুন হোমওএসে চলবে বলে গুঞ্জন রয়েছে।

অ্যাপলের টিভি ডিভাইসের জন্য তৈরি করা টিভিওএসের ওপর ভিত্তি করে হোমওএস আনা হয়েছে। কার্যকারিতার দিক থেকে অ্যাপলের স্মার্ট ডিসপ্লেগুলো অ্যামাজনের ইকো ও গুগল নেস্টের মতোই কাজ করবে।

সংবাদটি পঠিত হয়েছে: ২৯ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

ইউগ্রিন রোবোটিক মোবাইলফোন চার্জার

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪