৭ ঘন্টা আগে
৯ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
এপ্রিল থেকে অ্যাপল ইন্টেলিজেন্সে নতুন ভাষার ব্যবহার যোগ হবে, যার মধ্যে ফরাসি, জার্মান, ইতালিয়ান, পর্তুগিজ, স্প্যানিশ, জাপানি, কোরিয়ান ও চীনা রয়েছে। এছাড়া, সিঙ্গাপুর ও ভারতের স্থানীয় ইংরেজিও যুক্ত হবে।
অ্যাপল আইফোন ১৬ সিরিজের সঙ্গে অ্যাপল ইন্টেলিজেন্স চালু হলেও সেটি বাজারে আসে অক্টোবরে। এখনও অ্যাপল ইন্টেলিজেন্স বিশ্বের সব দেশে চালু হয়নি। যেখানে চালু হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে শুধু ইংরেজি ভাষায় সেবা দিচ্ছে। আশার কথা হলো আগামী এপ্রিল থেকে এতে আরও ৮টি ভাষা যুক্ত হচ্ছে।
অ্যাপল কোম্পানির ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকের আয়ের প্রতিবেদনে এই ঘোষণা দেন সিইও টিম কুক।
জিএসএম এরিনার প্রতিবেদনে বলা হয়, এপ্রিল থেকে অ্যাপল ইন্টেলিজেন্সে নতুন ভাষার ব্যবহার যোগ হবে, যার মধ্যে ফরাসি, জার্মান, ইতালিয়ান, পর্তুগিজ, স্প্যানিশ, জাপানি, কোরিয়ান ও চীনা রয়েছে। এছাড়া, সিঙ্গাপুর ও ভারতের স্থানীয় ইংরেজিও যুক্ত হবে।
কুক আটটি ভাষার কথা বললেও, অ্যাপলের অফিসিয়াল সাপোর্ট পেজে ভিয়েতনামির নামও যোগ করা হয়েছে। নতুন ভাষাগুলো এপ্রিলের সফটওয়্যার আপডেটের মাধ্যমে পাওয়া যাবে।
বর্তমানে অ্যাপল ইন্টেলিজেন্স শুধুমাত্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকায় ব্যবহার করা যাচ্ছে। এটি ব্যবহার করতে হলে আইফোনে আইওএস ১৮.২ বা পরবর্তী সংস্করণ, আইপ্যাডে আইপ্যাডওএস ১৮.২ বা পরবর্তী সংস্করণ এবং ম্যাক ডিভাইসে ম্যাকওএস সিকিউয়া ১৫.২ বা পরবর্তী সংস্করণ থাকতে হবে। সূত্র: জিএসএম এরিনা।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...