মঙ্গলবার

ঢাকা, ৮ জুলাই ২০২৫

সর্বশেষ


খবর

অ্যান্ড্রয়েড অ্যাপ নির্মাতাদের নিয়ে ঢাকায় হয়ে গেল ড্রয়েডকন সম্মেলন

প্রকাশ: ২৩ জুন ২০২৫, দুপুর ২:১৪

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

সম্মেলনে দেশ-বিদেশের পাঁচ শ’র বেশি অংশগ্রহণকারী অংশ নেন। প্রযুক্তি দুনিয়ার ২৫ জন আন্তর্জাতিক বক্তা তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন। ছিল ২০টির বেশি কারিগরি সেশন, যেখানে অ্যাপ নির্মাণ ও ক্যারিয়ার নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশের অ্যাপ নির্মাতাদের দক্ষতা ও বৈশ্বিক বাজারে নিজেদের উপস্থিতি বাড়াতে ঢাকায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক সম্মেলন ‘ড্রয়েডকন বাংলাদেশ’। অ্যান্ড্রয়েড নিয়ে বিশ্বের সবচেয়ে বড় সম্মেলনের অনুকরণে রাজধানীর ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রাঙ্গণে ‘ড্রয়েডকন বাংলাদেশ ২০২৫’ আয়োজন করা হয়। দুই দিনের এই সম্মেলন শেষ হয় গত শনিবার।

সম্মেলনে দেশ-বিদেশের পাঁচ শ’র বেশি অংশগ্রহণকারী অংশ নেন। প্রযুক্তি দুনিয়ার ২৫ জন আন্তর্জাতিক বক্তা তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন। ছিল ২০টির বেশি কারিগরি সেশন, যেখানে অ্যাপ নির্মাণ ও ক্যারিয়ার নিয়ে আলোচনা করা হয়।

প্রযুক্তিনির্ভর নানান বিষয়ে মুক্ত আলোচনায় দেশের প্রযুক্তিখাত সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা অংশ নেন। সম্মেলনে অংশ নেওয়া জেলেফের ভাইস প্রেসিডেন্ট আনাম আহমেদ বলেন, ‘প্রযুক্তি দুনিয়া কল্পনার চাইতেও বেশি গতিতে বদলে যাচ্ছে। আমরা আগে কোডিং ও প্রোগ্রামিংকে গুরুত্ব দিতাম। সামনে একটা সময় আসবে যখন এআই প্রজন্ম হিসেবে বিবেচিত হবে মানুষ। সেই সময়কার প্রযুক্তি দুনিয়ার ভাবনা ও আগামী কেমন হবে, তা জানার দারুণ সুযোগ মেলে এই সব আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার মাধ্যমে।’

সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার অ্যান্ড্রয়েড নিরাপত্তা, মোবাইল টেস্টিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও কটলিন মাল্টিপ্ল্যাটফর্ম নিয়ে আলোচনা হয়। এবারের আয়োজনে জেটব্রেইনস, নেটিভওয়েবস, ওল্ট, ব্রেইন স্টেশন ২৩, চেক, পাঠাও ও জেলেফের মতো দেশীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের বিশ্লেষক, প্রযুক্তিবিদ, প্রোগ্রামাররা অংশ নেন।

ঢাকায় সর্বশেষ ড্রয়েডকন আয়োজিত হয় ২০১৭ সালে। এবছর ঢাকার পাশাপাশি বার্লিন, সান ফ্রান্সিসকো, লন্ডন ও নাইরোবির মতো শহরে ড্রয়েডকন অনুষ্ঠিত হচ্ছে। ড্রয়েডকন বাংলাদেশের আয়োজক অস্ট্রিয়ার নেটিভ ওয়েবসের জ্যেষ্ঠ অ্যান্ড্রয়েড প্রকৌশলী মহি-উস-সুন্নাত বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে নবীন ডেভলপারদের দক্ষতা কোন ক্ষেত্র বাড়ানো প্রয়োজন তা জানার সুযোগ তৈরি হচ্ছে। নবীন ডেভলপার ও আগামীতে যারা অ্যাপ ডেভলপমেন্টে ক্যারিয়ার গড়বেন তাদের দক্ষতা বাড়াতে এই আয়োজন। বৈশ্বিক হিসেবের সঙ্গে তুলনা করলে আমাদের দেশে অ্যাপ ডেভলপারদের সংখ্যা কম। আবার দক্ষতারও ঘাটতি রয়েছে। এই বিষয়কে নবীনদের সামনে তুলে ধরছি আমরা।’

এবারের সম্মেলনের মূল পৃষ্ঠপোষক ডায়নামিক সলিউশন ইনোভেটরস লিমিটেড। গোল্ড স্পন্সর ব্রেইন স্টেশন ২৩ এবং চেক। কমিউনিটি পার্টনার হিসেবে ছিল বিডিঅ্যাপস, জেটব্রেইনস ও অ্যাজাইল বাংলাদেশ। সম্মেলনের ভেন্যু সহযোগী আইইউবি আইইইই বাংলাদেশ শাখা এবং আইইউবির কম্পিউটার ও প্রকৌশল বিভাগ (সিএসই)। সম্মেলনের আয়োজক সুন্নাত৬২৯ ডেভ এবং সহআয়োজক টেকবাইট সলিউশনস।

সংবাদটি পঠিত হয়েছে: ৪৯ বার

এ সম্পর্কিত আরও খবর