শনিবার

ঢাকা, ১৫ মার্চ ২০২৫

সর্বশেষ


খবর

অ্যামাজন কোয়ান্টাম চিপ ওসেলট ত্রুটি সংশোধন ও স্কেলেবিলিটি খাতে বড় অগ্রগতি

প্রকাশ: ৩ মার্চ ২০২৫, দুপুর ১২:২৮

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

ওসেলট অ্যামাজনের কোয়ান্টাম গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এবং ভবিষ্যতে আরও উন্নত কম্পিউটিং শক্তি প্রদান করতে পারে।

অ্যামাজন কোয়ান্টাম কম্পিউটারের জন্য নতুন একটি চিপ তৈরির ঘোষণা দিয়েছে, যার নাম ওসেলট। এই নতুন কোয়ান্টাম কম্পিউটিং চিপের প্রোটোটাইপ ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। এই চিপের মাধ্যমে গুগল ও মাইক্রোসফটের সঙ্গে কোয়ান্টাম কম্পিউটিং প্রতিযোগিতায় যোগ দিল অ্যামাজন।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ওসেলট অ্যামাজনের কোয়ান্টাম গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এবং ভবিষ্যতে আরও উন্নত কম্পিউটিং শক্তি প্রদান করতে পারে।

‘ওসেলট একটি আলাদা ধরনের চিপ যা কোয়ান্টাম কম্পিউটার সম্পর্কিত মৌলিক চ্যালেঞ্জগুলির মোকাবিলায় কার্যকরী।  ওসেলট চিপ কোয়ান্টাম কম্পিউটার সম্পর্কিত সংবেদনশীল ত্রুটিগুলি দ্রুত কাটাতে সক্ষম, যা কোয়ান্টাম কম্পিউটিংয়ের ক্ষেত্রকে আরও স্থিতিশীল ও কার্যকরী করে তুলবে।’ বলেছেন, অ্যামাজন ওয়েব সার্ভিসেসের কোয়ান্টাম হার্ডওয়্যারের পরিচালক অস্কার পেইন্টার।

নতুন চিপ নিয়ে নেচারে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। অ্যামাজনের মতে, কোয়ান্টাম চিপ ‘ওসেলট’ ত্রুটি সংশোধন ও স্কেলেবিলিটি খাতে একটি বড় অগ্রগতি। এই দুটি মূল বিষয়ই কোয়ান্টাম কম্পিউটিং ক্ষেত্রে দীর্ঘকাল ধরে অগ্রগতি ধীর হওয়ার কারণ হিসেবে বিবেচিত হয়ে আসছে।

ওসেলট প্রোটোটাইপটির প্রচলিত পদ্ধতির তুলনায় কোয়ান্টাম ত্রুটি সংশোধনের দক্ষতা ৯০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা রয়েছে, যা কোয়ান্টাম কম্পিউটিংয়ের দক্ষতা এবং ব্যবহারযোগ্যতা ব্যাপকভাবে উন্নত করতে সাহায্য করবে। সূত্র: বিজনেস ইনসাইডার 

সংবাদটি পঠিত হয়েছে: ৫৫ বার

এ সম্পর্কিত আরও খবর