৫১ মিনিট আগে
৩ ঘন্টা আগে
১ দিন আগে
ছবি: সংগৃহীত
এআই এজেন্ট তৈরির দৌড়ে ইতোমধ্যে মাইক্রোসফট, গুগল এবং সেলসফোর্সের মতো কোম্পানিগুলো যুক্ত হয়েছে। এবার অ্যামাজনও এই প্রতিযোগিতায় যোগ দিয়েছে, যা এআই প্রযুক্তির ভবিষ্যত উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।
কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান বিস্তারের সঙ্গে তাল মিলিয়ে অ্যামাজন নতুন একটি এজেন্টিক এআই গ্রুপ গঠনের ঘোষণা দিয়েছে। এই দলটি উন্নত এআই-চালিত এজেন্ট তৈরিতে কাজ করবে, যা ব্যবহারকারীদের বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে সহায়তা করবে।
এআই এজেন্ট তৈরির দৌড়ে ইতোমধ্যে মাইক্রোসফট, গুগল এবং সেলসফোর্সের মতো কোম্পানিগুলো যুক্ত হয়েছে। এবার অ্যামাজনও এই প্রতিযোগিতায় যোগ দিয়েছে, যা এআই প্রযুক্তির ভবিষ্যত উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামাজনের ক্লাউড সেবা বিভাগ অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)-এর প্রধান ম্যাট গারম্যান সম্প্রতি কর্মীদের একটি ইমেইলে জানিয়েছেন যে, এজেন্টিক এআই ভবিষ্যতে এডব্লিউএস-এর জন্য কয়েক বিলিয়ন ডলারের নতুন ব্যবসার সুযোগ তৈরি করতে পারে।
তিনি উল্লেখ করেন, এই উদ্যোগটি এআই-চালিত স্বয়ংক্রিয় পরিষেবাগুলোর প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন অ্যামাজনের অভিজ্ঞ নির্বাহী স্বামী শিবসুব্রমানিয়ান, যিনি এর আগে এআই ও ডেটা টিম পরিচালনা করেছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্বে অ্যামাজন এআই এজেন্টের মাধ্যমে আরও শক্তিশালী ও কার্যকর পরিষেবা আনতে চায়।
প্রতিবেদনে আরও বলা হয়, অ্যামাজন সম্প্রতি তাদের জনপ্রিয় ভয়েস অ্যাসিস্ট্যান্টের নতুন সংস্করণ ‘অ্যালেক্সা+’ উন্মোচন করেছে। নতুন এই আপডেটে ব্যবহারকারীরা উবার বুকিং, ওয়েবসাইট ব্রাউজিংসহ বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারবেন। এটি এজেন্টিক এআই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের আরও স্বাচ্ছন্দ্য ও সুবিধা দেবে।
বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়, এডব্লিউএস ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্যও উন্নত এআই এজেন্ট তৈরি করতে পারে। এই প্রযুক্তি কর্মক্ষেত্রে বিভিন্ন কাজকে আরও সহজ ও স্বয়ংক্রিয় করতে সাহায্য করবে, যা বিশেষত সেলসফোর্স এবং মাইক্রোসফটের মতো কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় অ্যামাজনকে এগিয়ে রাখবে।
অ্যামাজনের নতুন এজেন্টিক এআই গ্রুপ কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও প্রসারিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগ এডব্লিউএস-এর ব্যবসায়িক প্রসার ঘটানোর পাশাপাশি ব্যবহারকারীদের জন্য নতুন এবং উন্নত প্রযুক্তিগত সুবিধা নিয়ে আসবে। সূত্র: রয়টার্স।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...