মঙ্গলবার

ঢাকা, ৩ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ


খবর

অত্যাধুনিক বিমান তৈরি করার পরিকল্পনা নাসার

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, দুপুর ২:৫০

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

পরিবেশদূষণ ও কার্বন নিঃসরণ কমাতে সক্ষম টেকসই বাণিজ্যিক বিমান তৈরির এ গবেষণা ২০২৬ সালের মাঝামাঝি শেষ হবে। এরপর বিমান নির্মাণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় দ্রুত বাণিজ্যিক বিমান তৈরি করা হবে। 

নতুন প্রজন্মের বাণিজ্যিক বিমান তৈরি করবে নাসা। আধুনিক প্রযুক্তি ও টেকসই প্রকৌশলের মাধ্যমে বাণিজ্যিক বিমান তৈরির জন্য ১ কোটি ১৫ লাখ ডলারের তহবিল গঠন করে গবেষণাও শুরু করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানটি।

নাসার তথ্যমতে, পরিবেশদূষণ ও কার্বন নিঃসরণ কমাতে সক্ষম টেকসই বাণিজ্যিক বিমান তৈরির এ গবেষণা ২০২৬ সালের মাঝামাঝি শেষ হবে। এরপর বিমান নির্মাণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় দ্রুত বাণিজ্যিক বিমান তৈরি করা হবে। ‘এএসিইএস ২০৫০’ নামের এ প্রকল্পের আওতায় পাঁচটি ভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এসব গবেষণা করছেন।

নাসার অ্যারোনটিকস রিসার্চ মিশন বিভাগের সহযোগী প্রশাসক বব পিয়ার্স জানিয়েছেন, নাসা পরিচালিত এ গবেষণায় অরোরা ফ্লাইট সায়েন্সেস, জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, আরটিএক্স করপোরেশন, জেটজিরোসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষকেরা কাজ করছেন।

আশা করা হচ্ছে, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে গবেষণা কার্যক্রম শেষ হবে। এই গবেষণার মাধ্যমে নাসার বিমান তৈরির দক্ষতা আরও বাড়বে। সূত্র: এনডিটিভি

সংবাদটি পঠিত হয়েছে: ২১ বার

এ সম্পর্কিত আরও খবর