১ ঘন্টা আগে
৩ ঘন্টা আগে
১ দিন আগে
ছবি: সংগৃহীত
দেশে যে পোশাক তৈরি হয়, তা মূলত তুলাভত্তিকি; যদিও বিদেশে কৃত্রিম সুতাভিত্তিক পোশাকের বাজার আছে। একই সঙ্গে তৈরি পোশাক খাতকে যে ধরনের সুযোগ দেওয়া হয়েছে, অন্য খাতেও সে ধরনের সুযোগ দেওয়া হোক।
দেশের অর্থনৈতিক উন্নয়নে ও রপ্তানি খাতের সম্প্রসারণে যথাযথ নীতি প্রণয়নে আমাদের জোর দিতে হবে। দেশের তৈরি পোশাক খাতের পাশাপাশি অন্য খাতের বিকাশের সুযোগ আছে। তৈরি পোশাক খাতেরও সম্প্রসারণের সুযোগ আছে। দেশে যে পোশাক তৈরি হয়, তা মূলত তুলাভত্তিকি; যদিও বিদেশে কৃত্রিম সুতাভিত্তিক পোশাকের বাজার আছে। একই সঙ্গে তৈরি পোশাক খাতকে যে ধরনের সুযোগ দেওয়া হয়েছে, অন্য খাতেও সে ধরনের সুযোগ দেওয়া হোক।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘কৌশলগত নীতিপুনর্গঠন: বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি রপ্তানি বৈচিত্র্যকরণ সক্রিয়করণ’ প্রতিপাদ্যে আয়োজিত প্রথম সেমিনারে অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন।
বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) রাজধানীতে দুই দিনের সম্মেলনের আয়োজন করেছে।
‘রিকমেন্ডেশনস বাই দ্য টাস্কফোর্স অন রিস্ট্র্যাটেজাইজিং দ্য ইকোনমি’ বা ‘অর্থনীতি পুনঃকৌশল সংক্রান্ত টাস্ক ফোর্সের সুপারিশসমূহ’ প্রতিপাদ্যে এই সম্মেলন শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
আলোচনা অনুষ্ঠানে বিশিষ্ট আলোচক হিসেবে ছিলেন ইউনিলিভারের চেয়ারম্যান ও এমডি জাভেদ আখতার, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, সিপিডির ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমান, পিকার্ড বাংলাদেশ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মিস আমৃতা ইসলাম, টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মি. আবদুল্লাহ হিল রাকিব।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টাস্কফোর্সের দুই সদস্য গবেষণা সংস্থা সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান ও র্যাপিডের চেয়ারম্যান আবদুর রাজ্জাক।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাস্ক ফোর্সের চেয়ারম্যান টাস্কফোর্সের সভাপতি ড. কে এ এস মুরশিদ।
এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন দেশের নীতিনির্ধারক, রাজনৈতিক নেতা, গবেষক ও শিক্ষক, উন্নয়ন বিশেষজ্ঞ, নাগরিক সমাজের সদস্য এবং মিডিয়ার প্রতিনিধিরা।
সম্মেলনের উদ্দেশ্য হলো সমতা, সমৃদ্ধি এবং ভালো শাসন প্রতিষ্ঠার জন্য কার্যকরী পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করা। এতে আলোচিত হয়েছে টাস্ক ফোর্সের সুপারিশগুলো এবং এসব সুপারিশের ভিত্তিতে কীভাবে একটি শক্তিশালী এবং কার্যকর কর্মপরিকল্পনা তৈরি করা যায়, যা সরকারের উন্নয়ন পরিকল্পনাকে সমর্থন করবে এবং দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাবে।
সম্মেলনটির মাধ্যমে আশা করা হয়, বিভিন্ন পক্ষের মতামত ও অভিজ্ঞতার আলোকে একটি সম্মিলিত রোডম্যাপ তৈরি করা হবে, যা সমতা ও টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...