মঙ্গলবার

ঢাকা, ৮ জুলাই ২০২৫

সর্বশেষ


খবর

অপঠিত মেসেজগুলো সংক্ষেপে জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপ

প্রকাশ: ২৬ জুন ২০২৫, দুপুর ২:৫৩

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: হোয়াটসঅ্যাপ

ফিচারটি তৈরিতে ব্যবহৃত এআই প্রযুক্তিটি গত এপ্রিলে অবমুক্ত করে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা। এর সাহায্যে এনক্রিপশন এবং ব্যবহারকারীর প্রাইভেসি অক্ষুণ্ণ রেখেই অ্যাপে এআই ফিচার যুক্ত করা যায়।

মনে করুন, দীর্ঘ ১২ ঘণ্টা পর হোয়াটসঅ্যাপ খুলে দেখলেন কোনো এক গ্রুপ চ্যাটে ৩৩৫টি অপঠিত মেসেজ। এই মেসেজগুলো একটা একটা করে পড়া সময়সাপেক্ষ ব্যাপার। ধৈর্যও দরকার। বিরক্তিও এসে যেতে পারে। এর সমাধান হিসেবে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে অপঠিত মেসেজগুলোর সারসংক্ষেপ করে দেওয়ার সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ।

মেসেজের সারসংক্ষেপ কেবল ব্যবহারকারী নিজে দেখতে পাবেন বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

ফিচারটি তৈরিতে ব্যবহৃত এআই প্রযুক্তিটি গত এপ্রিলে অবমুক্ত করে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা। এর সাহায্যে এনক্রিপশন এবং ব্যবহারকারীর প্রাইভেসি অক্ষুণ্ণ রেখেই অ্যাপে এআই ফিচার যুক্ত করা যায়।

এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ বলেছে, ‘মেসেজ সামারিজ তৈরিতে প্রাইভেট প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করা হয়, যার মাধ্যমে সারসংক্ষেপ তৈরি করে দেয় মেটা এআই। এ জন্য হোয়াটসঅ্যাপ বা মেটার মেসেজের বিষয়বস্তুতে নজর রাখার প্রয়োজন পড়ে না। তা ছাড়া, ওই চ্যাটে থাকা অন্য কেউ দেখবে না যে আপনি অপঠিত মেসেজগুলোর সারসংক্ষেপ করেছেন।’

এখন কেবল যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষার জন্য সুবিধাটি মিলবে। চলতি বছরের মধ্যে আরও দেশ ও ভাষা এতে যুক্ত হবে। নতুন সুবিধাটি চালু করতে ‘সেটিংস’ থেকে ‘চ্যাটস’ এবং সেখান থেকে ‘প্রাইভেট প্রসেসিং’ অংশে যেতে হবে।

সূত্র: টেকক্রাঞ্চ

সংবাদটি পঠিত হয়েছে: ৭২ বার

এ সম্পর্কিত আরও খবর