২ ঘন্টা আগে
৬ ঘন্টা আগে
১৮ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
অপো এ৩এক্স স্মার্টফোনে রয়েছে মিলিটারি-গ্রেড শক রেজিজট্যান্স, যা ১.২ মিটার পর্যন্ত উচ্চতা থেকে ফেলে দিলে বা যেকোনো দিক থেকে আসা আঘাতের পরও ফোনটিকে আগের মতোই সচল রাখতে পারে
৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের অপো এ৩এক্স এখন পাওয়া যাচ্ছে ১২ হাজার ৯৯০ টাকায়। আগে এর দাম ছিল ১৩ হাজার ৯৯০ টাকা। নতুন অফারের স্মার্টফোনটি বাংলাদেশের সকল অনুমোদিত অপো স্টোর থেকে কেনা যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে অপো।
অপো এ৩এক্স স্মার্টফোনে রয়েছে মিলিটারি-গ্রেড শক রেজিজট্যান্স, যা ১.২ মিটার পর্যন্ত উচ্চতা থেকে ফেলে দিলে বা যেকোনো দিক থেকে আসা আঘাতের পরও ফোনটিকে আগের মতোই সচল রাখতে পারে। পাশাপাশি, এর সঙ্গে যুক্ত মাল্টিপল লিকুইড রেজিজট্যান্স ও স্প্ল্যাশ টাচ প্রযুক্তির কারণে হাত ভেজা থাকলেও ফোনটি সক্রিয় থাকবে। অনাকাঙ্ক্ষিত আবহাওয়া বা হঠাৎ ছিটে আসা পানিতে এর কোনো ক্ষতি হয় না।
ডিভাইসটিতে ৫ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ সুবিধা ব্যবহার করা হয়েছে। ফলে এটি ৩০ মিনিটে ৫০ শতাংশ এবং ৭৪ মিনিটে সম্পূর্ণ চার্জ করা যায়। ফোনটির ইনটেলিজেন্ট স্মার্ট চার্জিং ফিচার ব্যবহারকারীর প্রতিদিনের ব্যবহারের অভ্যাস থেকে শিখতে সক্ষম, যা ব্যাটারির আয়ুকে দীর্ঘায়িত করে।
এর ডিসপ্লে ১ হাজার নিটসের হওয়ায় প্রখর সূর্যের আলোতেও ফোন দেখতে তেমন সমস্যা হবে না।
ফোনটি নিয়ে অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিসট্রিবিউটরের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং বলেন, “অপোতে আমরা আমাদের গ্রাহকদের সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি। অপো এ৩এক্সের মাধ্যমে আমরা এমন একটি স্মার্টফোন নিয়ে এসেছি যা প্রতিদিনের ফোন ব্যবহারের চ্যালেঞ্জকে মোকাবিলা করার ক্ষেত্রে যাবতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।”
ক্যানন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অন্যতম। ক্যামেরা, ইমেজিং ও প্রিন্টিং পণ্যের জন্য প্রতিষ্ঠানটির সুনাম বিশ্বজুড়ে। জাপানে...