ছবি: সংগৃহীত
পরবর্তী ম্যাকবুক প্রো মডেলটির পুরোপুরি ‘ওভারহল’ বা সম্পূর্ণ রূপান্তর ২০২৬ সালেই ঘটবে। পরের বছর অর্থাৎ ২০২৫ সালে গ্রাহকদের তেমন উল্লেখযোগ্য আপডেট নাও দেখতে হতে পারে, বরং শুধুমাত্র নতুন চিপসেট আপগ্রেড হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
এই প্রথম অ্যাপল তাদের ম্যাকবুকে ওএলইডি প্ল্যানেল যুক্ত করতে চলেছে। ২০২৬ সালে বাজারে আসছে ম্যাকবুক প্রো। এতে থাকবে অত্যাধুনিক এই ডিসপ্লে।
৯টু৫ম্যাকের প্রতিবেদন অনুযায়ী, বিখ্যাত টেক সাংবাদিক মার্ক গারম্যানের সূত্রে জানা গেছে যে, পরবর্তী ম্যাকবুক প্রো মডেলটির পুরোপুরি ‘ওভারহল’ বা সম্পূর্ণ রূপান্তর ২০২৬ সালেই ঘটবে। পরের বছর অর্থাৎ ২০২৫ সালে গ্রাহকদের তেমন উল্লেখযোগ্য আপডেট নাও দেখতে হতে পারে, বরং শুধুমাত্র নতুন চিপসেট আপগ্রেড হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
২০২৬ সালের ম্যাকবুক প্রো মডেলে আসতে পারে ওলিড ডিসপ্লে, যা এর আগের আইপ্যাড প্রোতে ব্যবহৃত প্রযুক্তির মতো হবে। এম৪ আইপ্যাড প্রোতে ব্যবহৃত ওএলইডি ডিসপ্লে ‘ট্যান্ডেম ওলিড প্যানেল’ প্রযুক্তির সাহায্যে তৈরি, যেখানে দুইটি স্তরের আরজিবি (রেড, গ্রিন, ব্লু) অর্গানিক লাইট এমিটিং লেয়ার একসঙ্গে রাখা হয়েছে।
এই প্রযুক্তির ফলে ডিসপ্লে ব্রাইটনেস বৃদ্ধি পাবে, পাশাপাশি বিদ্যুৎ খরচও কমবে। তাই, নতুন ম্যাকবুক প্রোতে উচ্চ ব্রাইটনেস ও কম বিদ্যুৎ খরচের সুবিধা পাওয়া যাবে।
রিপোর্টে আরও বলা হয়েছে যে, ২০২৬ সালের ম্যাকবুক প্রোর ডিজাইন হবে আগের চেয়েও পাতলা। ইনটেল থেকে অ্যাপল সিলিকন স্থানান্তরের সময় ম্যাকবুক প্রোর মডেল কিছুটা মোটা হয়ে গিয়েছিল। কিন্তু, পরবর্তী ডিজাইনের আপডেটে এটি আরও স্লিম ফর্ম ফ্যাক্টরে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে অ্যাপলের।
২০২৬ সালের ম্যাকবুক প্রোর মডেলটির জন্য ব্যবহৃত হবে অত্যাধুনিক এম৬ চিপ, যা তৈরি করা হবে ২এনএম আর্কিটেকচারের ওপর ভিত্তি করে। এই নতুন আর্কিটেকচারের মাধ্যমে পারফরম্যান্স হবে আরও উন্নত, পাশাপাশি পাওয়ার এফিশিয়েন্সিও বাড়বে।
গারম্যানের মতে, এই আপগ্রেডের ফলে নতুন ম্যাকবুক প্রোর বর্তমান প্রজন্মের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...