রবিবার

ঢাকা, ২৩ মার্চ ২০২৫

সর্বশেষ


ট্রেন্ডিং

অনিয়ন্ত্রিত এআই মানব সভ্যতার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১১:০৮

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে কিছু গুরুতর ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার, সাইবার হামলা এবং সামাজিক বিভ্রান্তি ছড়ানোর মতো সমস্যাগুলো বাড়ছে। এসব কারণে এআই ব্যবহারে নিয়ন্ত্রণ ও নিরাপত্তার বিষয়টি এখন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।

বিশ্বখ্যাত কম্পিউটার বিজ্ঞানী ও টুরিং পুরস্কার বিজয়ী ইয়োশুয়া বেনজিও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর মানুষের নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। তার মতে,  অনিয়ন্ত্রিত এআই মানব সভ্যতার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে।

সম্প্রতি প্যারিস গ্লোবাল সামিটে তিনি একটি আন্তর্জাতিক প্রতিবেদনের উপস্থাপনার সময় এ বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেন।

ফ্রি মালয়েশিয়া টুডের প্রতিবেদনে বেনজিও জানান, এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে কিছু গুরুতর ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার, সাইবার হামলা এবং সামাজিক বিভ্রান্তি ছড়ানোর মতো সমস্যাগুলো বাড়ছে। এসব কারণে এআই ব্যবহারে নিয়ন্ত্রণ ও নিরাপত্তার বিষয়টি এখন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।

তিনি চীনের সাম্প্রতিক এআই মডেল ‘ডিপসিক’-এর উদাহরণ দিয়ে বলেন, এআই খাতে প্রতিযোগিতা এত দ্রুত বাড়ছে যে, এটি প্রযুক্তির নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বর্তমানে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি বাজারে আধিপত্য বিস্তারের জন্য এআই উন্নয়নে ব্যস্ত, কিন্তু তারা এর বিপদ সম্পর্কে খুব বেশি ভাবছে না।

বেনজিও আরও বলেন, যদি এআই নিয়ন্ত্রণহীনভাবে বিকশিত হতে থাকে, তাহলে ভবিষ্যতে মানুষের ওপর এর নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা রয়েছে। তাই, তিনি এআই নিরাপত্তা গবেষণার ওপর জোর দিতে এবং আন্তর্জাতিকভাবে কঠোর আইন প্রণয়ন করার আহ্বান জানান।

তার মতে, যদি সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যথাযথ ব্যবস্থা না নেয়, তাহলে অনিয়ন্ত্রিত এআই মানব সভ্যতার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। এজন্য এআই উন্নয়নে স্বচ্ছতা, সতর্কতা ও কার্যকর নীতিমালার প্রয়োজন বলে তিনি মনে করেন। সূত্র: ফ্রি মালয়েশিয়া টুডে

সংবাদটি পঠিত হয়েছে: ৭০ বার

এ সম্পর্কিত আরও খবর