বৃহস্পতিবার

ঢাকা, ১০ অক্টোবর ২০২৪

সর্বশেষ


গ্যাজেট

অনার এক্স৮ প্যাডে এক চার্জে কাজ চলে সারাদিন

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ৪:২৯

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

অনার প্যাড এক্স৮এ তে রয়েছে চমকপ্রদ ওয়াইড-অ্যাঙ্গেল এবং চোখ-সুরক্ষার চারটি সুবিধা। যেমন অ্যাবিয়েন্ট লাইট আই কেয়ার, যা প্রাকৃতিক আলো অনুসারে ডিসপ্লের আউটপুট সামঞ্জস্য করে এবং ই-ইঙ্ক মোড যা ডিভাইসটিকে পেপার পড়ার কাজের ব্যবহার করা যাবে।

সপ্তাহের শুরুতেই বাংলাদেশের মোবাইল বাজারে যুক্ত হলো অনার প্যাড এক্স৮। দ্বিতীয় প্রজন্মের এই স্মার্ট ট্যাবলেটটির দাম ১৭ হাজার ৯৯৯ টাকা। তবে দারাজ ফ্ল্যাশ সেল অফারে ক্রেতাদের জন্য ডিভাইসটির অফার মূল্য রাখা হয়েছে ১৬ হাজার ৬৫৯ টাকা।

অনার প্যাড এক্স৮এ তে রয়েছে চমকপ্রদ ওয়াইড-অ্যাঙ্গেল এবং চোখ-সুরক্ষার চারটি সুবিধা। যেমন অ্যাবিয়েন্ট লাইট আই কেয়ার, যা প্রাকৃতিক আলো অনুসারে ডিসপ্লের আউটপুট সামঞ্জস্য করে এবং ই-ইঙ্ক মোড যা ডিভাইসটিকে পেপার পড়ার কাজের ব্যবহার করা যাবে।

অনার প্যাড এক্স৮এ টিইউভি রেইল্যান্ডের লো ব্লু লাইট এবং ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন পেয়েছে যা দীর্ঘমেয়াদী ব্যবহারে চোখকে সুরক্ষিত রাখবে।

ডিভাইসটির মেটাল বডি ডিজাইন অত্যন্ত স্টাইলিশ এবং হালকা। ওজন মাত্র ৪৯৫ গ্রাম এবং পুরুত্ব মাত্র ৭.২৫ মিমি, আল্টা-স্লিম ডিভাইসটি সহজে বহনযোগ্য।

অনার প্যাড এক্স৮এ (৪জিবি+৬৪জিবি) ডিভাইস ১১ ইঞ্চির অনার আই প্রটেকশন ডিসপ্লে সমৃদ্ধ ডিভাইসটির স্ক্রিন-টু-বডি রেশিও ৮৪% এবং ডিসপ্লে রেজুলেশন ১৯২০বাই১২০০, যা স্পষ্ট ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। ৯০ হার্জ রিফ্রেশ রেটের ফলে ব্যবহারকারীরা সহজেই মসৃণ ও দ্রুত প্রতিক্রিয়া পাবেন, যা মুভি দেখা বা গেমিং অভিজ্ঞতাকে আরও উন্নত করে।

এছাড়াও একক চার্জে ৫৬ দিন স্ট্যান্ডবাই টাইম, ৫৭ ঘন্টা মিউজিক প্লেব্যাক এবং ১৪ ঘন্টা এএফডি ভিডিও প্লেব্যাক করা যাবে। মানে এক চার্জে পুরোদিনের কাজ সম্পাদন করা যাবে।

সংবাদটি পঠিত হয়েছে: ১৮ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

১৯ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয় এই ফোন

প্রকাশ: ৯ অক্টোবর ২০২৪