মঙ্গলবার

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৪

সর্বশেষ


খবর

অগ্নি দুর্ঘটনা রোধে সদস্যদের অনলাইন প্রশিক্ষণ দিলো বাক্কো

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ১০:৩৬

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে করণীয় এবং প্রাকৃতিক অথবা মানবসৃষ্ট অগ্নি দুর্ঘটনার সময় বিচলিত না হয়ে তাৎক্ষণিক মোকাবেলায় কিভাবে ক্ষয়ক্ষতি পরিমাণ কমানো সম্ভব তা নিয়ে আলোকপাত করেন ফয়সাল আহমেদ।

অগ্নি দুর্ঘটনা রোধে অনলাইন প্রশিক্ষণ কর্মশালা করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। ‌‘ক্রুশিয়াল ফ্যাক্টর অব দ্য ফায়ার’ শীর্ষক কর্মশালায় বাক্কো’র প্রায় ৫৭টি সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

দেশের বিপিও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত এই কার্যক্রমটি পরিচালনা করেন ফায়ার অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা অংশীদার ফয়সাল আহমেদ। এসময় অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে করণীয় এবং প্রাকৃতিক অথবা মানবসৃষ্ট অগ্নি দুর্ঘটনার সময় বিচলিত না হয়ে তাৎক্ষণিক মোকাবেলায় কিভাবে ক্ষয়ক্ষতি পরিমাণ কমানো সম্ভব তা নিয়ে আলোকপাত করেন তিনি।

কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের অগ্নি নির্বাপণ ব্যবস্থার ধরন, কর্মীদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ এবং বিভিন্ন অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার সম্বন্ধেও জানতে পারেন।

কর্মশালার সমাপনীতে বাক্কো কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক মো. আমিনুল হক, বাক্কো সচিবালয়ের নির্বাহী পরিচালক লে. কর্নেল (অব.) মো. মাহতাবুল হক, পিএসসি এবং নির্বাহী সমন্বয়ক মো. সেলিম সরকার যুক্ত ছিলেন।

সংবাদটি পঠিত হয়েছে: ৬৭ বার

এ সম্পর্কিত আরও খবর