১৫ ঘন্টা আগে
১৫ ঘন্টা আগে
১৫ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
প্রথম দিনেই শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ছাড়াও বিশেষ বৈঠক করবেন নতুন চেয়ারম্যান। ২০১৭ সালে সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগে মহাপরিচালকের দায়িত্ব পালনের পর কমিশন কতটা এগিয়েছে, কোথায় কী বাধা আছে, কী ধরনের সংস্কার দরকার এসব বিষয়ে ধারণা নেবেন তিনি। বৈঠকে চেয়ারম্যানের চাহিদা মতো প্রয়োজনীয় তথ্য-উপাত্ত তুলে ধরা হবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থায় (বিটিআরসি) প্রথম অফিস করছেন মেজর জেনারেল (অব.) মো. এমদাদুল বারী। রাজধানীর প্রশাসনিক এলাকা আগারগাঁওস্থ বিটিআরসি’র নিজস্ব ভবনে আজ বৃহস্পতিবার তিনি অফিস শুরু করেছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে সাংবিধানিক, নির্বাচন ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারে ৬টি কমিশন গঠন করার মুহূর্তে প্রথম দিনের কার্য দিবসে দুই জন কমিশনারকে সঙ্গে পাচ্ছেন তিনি। আর তার যোগ দেওয়ার মাধ্যমেই প্রশাসনিক সাময়িক কোরাম সঙ্কটও কেটে যাবে বিটিআরসি’র।
সূত্রমতে, প্রথম দিনেই শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ছাড়াও বিশেষ বৈঠক করবেন নতুন চেয়ারম্যান। ২০১৭ সালে সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগে মহাপরিচালকের দায়িত্ব পালনের পর কমিশন কতটা এগিয়েছে, কোথায় কী বাধা আছে, কী ধরনের সংস্কার দরকার এসব বিষয়ে ধারণা নেবেন তিনি। বৈঠকে চেয়ারম্যানের চাহিদা মতো প্রয়োজনীয় তথ্য-উপাত্ত তুলে ধরা হবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, মো. এমদাদুল বারীর নেতৃত্বে আগামী তিন বছরের মধ্যে স্বাধীন কমিশনের বাস্তবতা স্পর্শ করবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন এই সংস্থাটি। অবশ্য যোগ দেয়ার প্রথম দিকে প্রশাসনিক সংস্কার ও সংহতি প্রতিষ্ঠা এবং প্রচ্ছন্ন রাজনৈতিক বিবেচনায় গৃহীত চলমান বা স্থগিত বিভিন্ন উদ্যোগ ও কাজের বিষয়ে স্টেকহোল্ডারদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে ব্যস্ত থাকতে হতে পারে। এসব ব্যস্ততার মধ্যে পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি এমটব, আইএসপিএবি, সিকোয়াব ও সিসপ্যাব এর মতো সংগঠনগুলো‘র সঙ্গে প্রতিনিধিত্ব সুলভ সম্পর্কের মাধ্যমে একটি ভারসাম্যমূলক সমতার নীতি প্রতিষ্ঠা করবেন।
এর আগে অনিয়ম-দুঃশাসন প্রতিরোধের মুখে ১৪ আগস্ট বিটিআরসি’র সাবেক চেয়ারম্যান মহিউদ্দিনের পদত্যাগ করেন। ৩ সেপ্টেম্বর অপর কমিশনার দেলোয়ার হোসাইনের চুক্তিভিত্তিক নিয়োগে বাতিল করে জনপ্রশাসন। ফলে এক সপ্তাহের মতো কোরাম সঙ্কট নিয়ে অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী-কে নিয়ে কমিশনের কাজ চালিয়ে আসছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আমিনুল হক।
এছাড়াও প্রশাসনিক কাজে আবদুল্লাহ আল মামুন, সিস্টেম অ্যান্ড সার্ভিসে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনে ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান, স্পেকট্রামে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল এবং লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিংয়ে আশীষ কুমার কুন্ডু মহাপরিচালক হিসেবে কমিশনকে সহযোগিতা করছেন।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...