ছবি: সংগৃহীত
এই ব্রাউজার ওপেনএআইয়ের চ্যাটবটের সঙ্গে যুক্ত থাকবে। ফলে ব্রাউজারটি আরও নিখুঁত ও নির্ভুল তথ্য প্রদর্শন করতে পারবে। এ উদ্যোগ সফল হলে ব্রাউজার-জগতে গুগল ক্রোমের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবে ওপেনএআইয়ের ব্রাউজারটি।
গুগল ক্রোমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নতুন ব্রাউজার চালু করতে যাচ্ছে প্রযুক্তি দুনিয়ায় হইচই ফেলে দেওয়া ‘চ্যাটজিপিটি’র নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।
নতুন এই ব্রাউজার ওপেনএআইয়ের চ্যাটবটের সঙ্গে যুক্ত থাকবে। ফলে ব্রাউজারটি আরও নিখুঁত ও নির্ভুল তথ্য প্রদর্শন করতে পারবে। এ উদ্যোগ সফল হলে ব্রাউজার-জগতে গুগল ক্রোমের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবে ওপেনএআইয়ের ব্রাউজারটি।
এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও এরই মধ্যে ব্রাউজারের প্রোটোটাইপ বা আদিরূপ তৈরি করেছে ওপেনএআই। ব্রাউজারটির কার্যকারিতা ও সুবিধাদি পর্যালোচনার জন্য বেশ কয়েকজন জনপ্রিয় অ্যাপ নির্মাতা ও শীর্ষস্থানীয় কয়েকটি ওয়েবসাইট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও শুরু করেছে। কনডেন্যাস্ট, রেডফিন, ইভেন্টব্রাইট ও প্রাইসলাইনের মতো অ্যাপ নির্মাতা ও ওয়েবসাইট পরিচালনাকারী প্রতিষ্ঠান ইতিমধ্যেই ব্রাউজারের প্রোটোটাইপ বা নকশা দেখেছে বলে দাবি করা হচ্ছে।
বাজার-বিশ্লেষকদের মতে, চ্যাটজিপিটির সফলতা ওপেএআইয়ের জনপ্রিয়তাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। নতুন সার্চ ইঞ্জিনটি এ ধারাকে আরও ত্বরান্বিত করবে। অবশ্য ওপেনএআই ইতিমধ্যেই সার্চজিপিটি নামে একটি বিশেষ সার্চ ইঞ্জিন চালু করেছে। প্রাথমিকভাবে সার্চ ইঞ্জিনটি শুধু প্রিমিয়াম গ্রাহকেরা ব্যবহার করতে পারেন।
সম্প্রতি সার্চ ইঞ্জিন বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে গুগলের আংশিক বিভক্তির প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাবে ক্রোম ব্রাউজারকে আলাদা প্রতিষ্ঠান হিসেবে বিক্রি করতে গুগলকে বাধ্য করার কথা বলা হয়েছে। ওপেনএআইয়ের নিজস্ব ব্রাউজার উন্মোচিত হলে সার্চ ইঞ্জিন ও ব্রাউজার খাতে প্রতিযোগিতা আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: টেকলুসিভ
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...